ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

গাজীপুরে তীর্থোৎসবে ভক্তের ঢল

প্রকাশিত: ০৪:৩০, ৩ ফেব্রুয়ারি ২০১৮

গাজীপুরে তীর্থোৎসবে ভক্তের ঢল

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ ‘ধন্যতুমি, পুণ্যতুমি আন্তনী, মহাজ্ঞানী, মহাত্যাগী সাধু আন্তনী’- এ বন্দনার মধ্যদিয়ে হাজার হাজার ভক্তের উপস্থিতিতে শুক্রবার কালিগঞ্জের পানজোরা গ্রামে অনুষ্ঠিত হলো খ্রীস্টান ধর্মাবলম্বীদের অন্যতম সাধু আন্তনীর তীর্থোৎসব। বৃদ্ধ হতে শিশু পর্যন্ত মহান সাধক আন্তনীর দেশ-বিদেশের বিপুল সংখ্যক ভক্ত তীর্থোৎসবে যোগ দিয়েছেন। শুক্রবার এ গ্রামটি প্রায় অর্ধলাখ বৃদ্ধ, নারী-পুরুষ ও শিশুদের মিলন মেলায় পরিণত হয়েছিল। খ্রীস্ট ধর্ম প্রচারক যাজক সাধু আন্তনীর পার্বণ উপলক্ষে শুক্রবারের এ তীর্থোৎসবে সাধু আন্তনীর ভক্তদের বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত কয়েকদিন ধরে খ্রীস্টান ধর্মাবলম্বী ছাড়াও এ সমাবেশে হিন্দু-মুসলিমসহ বিভিন্ন ধর্ম ও গোত্রের মানুষ ভিড় জমিয়েছিল। দেশ-বিদেশের প্রত্যন্ত অঞ্চল হতে খ্রীস্ট ধর্মাবলম্বী ৫০ হাজারেরও বেশি তীর্থযাত্রী এবারের সমাবেশে যোগ দিয়েছেন। পাদুয়ার সাধু আন্তনী ‘পৃথিবীর সাধু’ হিসেবে পরিচিত। সর্বজন প্রিয় এই সাধু আন্তনী ছিলেন ঐশজ্ঞানের আধার, মঙ্গলসমাচারের সুদক্ষ প্রচারক, নিঃস্ব অসহায় মানুষের বন্ধু, পাপীর মন পরিবর্তন, রোগীদের সুস্থতাকারী বহুগুণে গুণান্বিত এক মহান সিদ্ধ পুরুষ। খ্রীস্ট ধর্মাবলম্বীদের কাছে বার্ষিক এ সমাবেশের গুরুত্ব অনেক। সাধু আন্তনীকে ঘিরে এলাকায় নানা কিংবদন্তির কথা শোনা যায়। ভক্তদের অনেকের মতে সাধু আন্তনী ছিলেন মঙ্গল বিধায়ক। সাধু আন্তনীর স্মরণে গত ২৪ জানুয়ারি হতে ১ ফেব্রুয়ারি পর্যন্ত নয় দিনব্যাপী অনুষ্ঠিত হয় নভেনা অর্থাৎ আধ্যাত্মিক প্রস্তুতির খ্রীস্টযাগ। প্রতিদিন সকাল ও বিকেলে এ খ্রীস্টযাগ অনুষ্ঠিত হয়। দশম দিন অর্থাৎ ২ ফেব্রুয়ারি শেষদিনে শুক্রবার অনুষ্ঠিত হয় আন্তনীর পার্বণ। এ দিন ভোর হতে দুপুর পর্যন্ত দু’বার খ্রীস্টযাগ অনুষ্ঠিত হয়।
×