ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতের সঙ্গে পাঁচ রুটে দুই কোম্পানির বাস চালু আজ থেকে

প্রকাশিত: ০৬:০০, ২ ফেব্রুয়ারি ২০১৮

ভারতের  সঙ্গে পাঁচ রুটে দুই কোম্পানির বাস চালু আজ থেকে

স্টাফ রিপোর্টার ॥ সড়কপথে চলাচলকারী বাংলাদেশ-ভারতের যাত্রীদের জন্য সুখবর। ভারতের সঙ্গে পাঁচ আন্তর্জাতিক রুটে নতুন দুই বাস কোম্পানি তাদের সেবা কার্যক্রম পরিচালনা শুরু করছে আজ শুক্রবার থেকে। এনআর ট্রাভেলস ও রয়েল কোচ ঢাকা-কলকাতাসহ পাঁচ রুটে নতুন এ বাস সার্ভিস চালু পরিচালনা করবে। নতুন এই সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম। এ ছাড়া বিআরটিসি চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়াসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা সেখানে উপস্থিত থাকবেন। বিআরটিসি সূত্রে জানা গেছে, নতুন বাস সার্ভিসের রুটগুলো হলো-ঢাকা-কলকাতা, ঢাকা-শিলং-গৌহাটি, ঢাকা-খুলনা-লকাতা, আগরতলা-ঢাকা-কলকাতা এবং ঢাকা-আগরতলা। সকাল সাড়ে ৬টায় কমলাপুরে বিআরটিসির আন্তর্জাতিক বাস টার্মিনালে বাসগুলোর উদ্বোধনী অনুষ্ঠান হবে। এন আর ট্রাভেলস বাস অপারেটর হিসেবে ঢাকা-কলকাতা, ঢাকা-শিলং-গৌহাটি, ঢাকা-খুলনা-কলকাতা এবং ঢাকা-আগরতলা রুটে চলবে রয়েল কোচ। বিআরটিসি সূত্র জানায়, নতুন বাস অপারেটর নিযুক্ত করার মাধ্যমে সরকারের রাজস্ব বাড়বে। তবে যাত্রী ভাড়ার পরিবর্তন হবে না। ঢাকা-কলকাতা রুটের ভাড়া ১৯শ’ টাকা, ঢাকা-শিলং-গৌহাটি আসা যাওয়া ৫ হাজার ১শ’ টাকা। গত বছর পাঁচটি রুটে বাস চালাতে বিআরটিসির ডাকা টেন্ডারে অংশ নিয়েছিল শ্যামলী পরিবহন, গ্রিন লাইন পরিবহন, শ্যামলী এন আর ট্রাভেলস, সেজুতী ট্রাভেলস ও রয়েল কোচ। টেন্ডারের মাধ্যমে আধুনিক বাস ও সেবার দিক বিবেচনায় শ্যামলী পরিবহনকে নির্বাচিত করা হয়।
×