ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় নারী ও শিশু আদালতের বিচারককে হত্যার চেষ্টা

প্রকাশিত: ০৫:৫৯, ২ ফেব্রুয়ারি ২০১৮

কুমিল্লায় নারী ও শিশু আদালতের বিচারককে হত্যার চেষ্টা

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১ ফেব্রুয়ারি ॥ কুমিল্লায় আদালতের এজলাসে প্রবেশ করে বিচারককে হত্যার চেষ্টা চালিয়েছে একই আদালতের পিপি ছিদ্দিকুর রহমানের ছেলে অপু। বৃহস্পতিবার বিকেলে নারী শিশু আদালতের বিচারক আজিজ আহাম্মেদ ভুঁইয়াকে হত্যার চেষ্টা করা হয়। এসময় হামলাকারীকে প্রতিহত করতে গিয়ে আদালতের দুই কর্মকর্তা-কর্মচারী আহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে অপুকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় আদালত এলাকাজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। নারী ও শিশু আদালতের পেশকার মোঃ গোলাম রসুল বলেন, কুমিল্লার নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আজিজ আহাম্মেদ ভুঁইয়া বিচার কাজে ব্যস্ত থাকাকালে ধারালো একটি ছুরি নিয়ে আদালতের এজলাসে প্রবেশ করে অপু। এসময় অপুকে ছুরিসহ আটকাতে গিয়ে পেশকার মোঃ গোলাম রসুল ও এমএলএসএস মহিউদ্দিন আহত হয়।
×