ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পরিমাপে কারচুপি, ৫ পেট্রোল পাম্পকে জরিমানা

প্রকাশিত: ০৫:৫৭, ২ ফেব্রুয়ারি ২০১৮

পরিমাপে কারচুপি,  ৫ পেট্রোল পাম্পকে জরিমানা

পরিমাপে কারচুপি এবং মেয়াদোত্তীর্ণ আন্ডার গ্রাউন্ড স্টোরেজ ট্যাংক ব্যবহার করার অপরাধে ঢাকা মহানগরীর উত্তরা এলাকায় বিএসটিআই’র মোবাইল কোর্টের মাধ্যমে ৫ পেট্রোল পাম্পকে দুই লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজোয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের নেতৃত্বে বিএসটিআই’র ঢাকা বিভাগীয় মেট্রোলজি ইন্সপেক্টরেটের ৪ কর্মকর্তা উক্ত মোবাইল কোর্টে অংশগ্রহণ করেন। প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে “দি স্ট্যান্ডার্ডস অব ওয়েটস এ্যান্ড মেজার্স অর্ডিন্যান্স, ১৯৮২” (এ্যামেন্ডমেন্ট এ্যাক্ট, ২০০১) এর আওতায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানগুলো হচ্ছে- মেসার্স নিকুঞ্জ মডেল সার্ভিস খিলক্ষেত, ঢাকা। মেসার্স কসমো ফিলিং স্টেশন আজমপুর, উত্তরা, ঢাকা। মেসার্স আর.এস.আর ফিলিং স্টেশন আব্দুল্লাপুর মোড়, উত্তরা, ঢাকা, মেসার্স উত্তরা ফিলিং স্টেশন আব্দুল্লাপুর মোড়, উত্তরা, ঢাকা এবং মেসার্স তাসিন ফিলিং স্টেশন আব্দুল্লাপুর মোড়, উত্তরা, ঢাকা।-বিজ্ঞপ্তি
×