ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রঙ্গ-ব্যঙ্গ-কার্টুনে ট্রাম্প

প্রকাশিত: ০৩:১৯, ২ ফেব্রুয়ারি ২০১৮

রঙ্গ-ব্যঙ্গ-কার্টুনে ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি। ২০১৭ সালের ২০ জানুয়ারি তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। গত এক বছরে তার কর্মকান্ডগুলো নানাভাবে আলোচনা ও সমালোচনার টেবিলে জায়গা করে নিয়েছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু পত্রিকা ও ম্যাগাজিনের প্রচ্ছদেও স্থান পেয়েছে এসব। তবে এতে তিনি সম্মান হয়েছেন কি-না সে বিষয়ে প্রশ্ন রয়েছে। আসুন, দেখে নেই এমনই কয়েকটি বিখ্যাত পত্রিকার প্রচ্ছদ ‘পার্সন অব দ্য ইয়ার’ ২০১৬ সালের শেষে মার্কিন ‘টাইম’ পত্রিকার প্রচ্ছদে সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টকে ‘বছরসেরা ব্যক্তিত্ব’ হিসেবে ঘোষণা করা হয়। ইতোপূর্বে এই খেতাব পেয়েছেন জন এফ কেনেডি, মার্টিন লুথার কিং-এর মতো ব্যক্তিত্ব। আবার হিটলার ও স্ট্যালিনের মতো ব্যক্তিবর্গও এই খেতাব পেয়েছেন। ‘টাইম’-এর ভাষায়, এমন সব মানুষ, যারা ‘ভালো কিংবা মন্দভাবে... বছরের ঘটনাবলীর ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলেছেন।’ হিটলারি গোঁফ ট্রাম্পের নির্বাচনের আগেই মেক্সিকোর ‘লেত্রাস লিব্রেস’ পত্রিকা ট্রাম্পকে ‘ফাসিস্তা আমেরিকানো’ (আমেরিকান ফ্যাসিস্ট) গোঁফ দিয়ে প্রচ্ছদে তাঁর ছবি ছেপেছিল। গোঁফটি স্বভাবতই হিটলারি ধাঁচের। পত্রিকার রাগের কারণ, ট্রাম্পের মেক্সিকো সীমান্তে দেয়াল তৈরির পরিকল্পনা। পালে হাওয়া (নেই) ‘নিউইয়র্কার পত্রিকার প্রচ্ছদের জন্য ডেভিড প্লাঙ্কার্টের আঁকা কার্টুনটির উপজীব্য হলো, শার্লটভিলের ঘটনাবলীর পর ট্রাম্প যেভাবে তথাকথিত ‘হেট গ্রুপ’-গুলোর পালে হাওয়া লাগানোর চেষ্টা করেছিলেন। পালের আকারটি যে ক্লু-ক্লুক্স-ক্ল্যানের সদস্যদের মুখোশসদৃশ, সেটা লক্ষ্যণীয়! বস্তুত ট্রাম্পের উদ্দেশ্য ছিল, কট্টর অনুরাগীদের মন রক্ষা। আগুনের গোলা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে চলমান উত্তোজনার ঘটনাবলী নিয়ে ইকোনমিস্ট ম্যাগাজিন প্রচ্ছদ শিরোনাম করেছে। খোকাবাবুর গাড়ি পশ্চিমে সুপারমার্কেটের সামনে আজও রাখা থাকে ছোট ছোট খেলনার গাড়ি। পয়সা ফেললে সেগুলো হেলে-দুলে, আলো জ্বলে, ভেঁপু বাজানো যায়। কচিকাঁচারা ঐ রকম খেলনার গাড়িতে চড়ে ভারি মজা পায়। ‘নিউ ইয়র্কার’ পত্রিকার প্রচ্ছদের জন্য বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষটিকে খোকা সাজিয়ে সেরকম একটি গাড়িতে চড়িয়েছেন কার্টুনিস্ট ব্যারি ব্লিট। রুশি কনে টাইম ম্যাগাজিনের ২০০৯ সালের একটি ভুয়ো প্রচ্ছদ নাকি ফটো হিসেবে ফ্লোরিডা থেকে স্কটল্যান্ড অবধি ট্রাম্পের গোটা পাঁচেক গল্ফ ক্লাবে ঝোলানো ছিল। টাইম ম্যাগাজিন সংশ্লিষ্ট ক্লাবগুলোকে ঐ ছবি নামিয়ে নিতে বলে বটে, কিন্তু ততদিনে ‘ফেক’ ছবিটি ভাইরাল হয়ে যায় ও তার নানা সংস্করণ টুইটারে প্রকাশিত হয় : যেমন টাইম পত্রিকার প্রচ্ছদ থেকেই ‘পার্সন অব দ্য ইয়ার’ ছবিটি নিয়ে ট্রাম্পকে রুশি কনের সাজে দেখানো হয়! ছিন্নমস্তা স্ট্যাচু অফ লিবার্টিকে স্বাধীনতা তথা মার্কিন মুল্লুকের প্রতীক বলা চলে। জার্মান সাপ্তাহিক ‘ডেয়ার স্পিগেল’ তার প্রচ্ছদে দেখিয়েছে, ট্রাম্প কিভাবে তাঁর ‘আমেরিকা ফার্স্ট’ নীতির মাধ্যমে যুক্তরাষ্ট্রে তথা সারা বিশ্বে স্বাধীনতা ও গণতন্ত্রের শিরñেদ করছেন। আবার হিটলার! জার্মানির ‘ডের স্পিগেল’ পত্রিকার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ‘ডের স্ট্যার্ন’ পত্রিকাই বা কম যাবে কেনÑ তারা ট্রাম্পকে দিয়ে নাৎসী কায়দায় স্যালুট দিয়েছে তাদের প্রচ্ছদে। সংশ্লিষ্ট রচনাটির শিরোনাম রেখেছে ‘মাইন কাম্ফ’ বা ‘আমার লড়াই’-অবশ্যই হিটলারের ‘মাইন কাম্ফ’ বইটির অনুকরণে। তবে হিটলারের সঙ্গে ট্রাম্পের তুলনা করা জার্মানির কেন্দ্রীয় ইহুদি পরিষদের কাছে হিটলারের অপরাধকে ছোট বলে মনে করা হয়েছে।
×