ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাবনায় চরমপন্থী নেতা বন্দুকযুদ্ধে নিহত

প্রকাশিত: ০৬:২৪, ১ ফেব্রুয়ারি ২০১৮

পাবনায় চরমপন্থী নেতা বন্দুকযুদ্ধে নিহত

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ৩১ জানুয়ারি ॥ বেড়া উপজেলার ঢালারচরে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দল পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির একাংশের নেতা জুলহাস বাহিনীর প্রধান সন্ত্রাসী জুলহাস ম-ল পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। বুধবার রাত দুইটার দিকে ঢালারচর ইউনিয়নের বালাজ মেম্বারের মোড় এলাকায় এ ঘটনা ঘটেছে। এ বন্দুকযুদ্ধের সময় ৪ পুলিশ সদস্য আহত হয়েছে। এদিকে চরমপন্থী জুলহাস নিহতের ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে এলাকাবাসী জানিয়েছে। পাবনার পুলিশ সুপার জিহাদুল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাবনা, মানিকগঞ্জ, রাজবাড়ী ও কুষ্টিয়া অঞ্চলের অন্যতম শীর্ষ সন্ত্রাসী একাধিক মামলার পলাতক আসামি জুলহাস ম-লকে ডিএমপির সহায়তায় ঢাকা নিউমার্কেট এলাকা থেকে গ্রেফতার করা হয়। এরপর মঙ্গলবার রাতে পাবনা জেলা পুলিশের আমিনপুর থানায় হস্তান্তর করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে জুলহাস তার অস্ত্রভা-ার ও বাহিনীর অন্য সদস্যদের সম্পর্কে তথ্য দেয়। জুলহাসের স্বীকারোক্তি অনুযায়ী তাকে নিয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত মোহন্তের নেতৃত্বে পুলিশের একটি দল ঢালারচর ইউনিয়নের দড়ির চর এলাকার উদ্দেশে রওনা হয়। এ সময় বালাজ মেম্বারের মোড় এলাকায় ওঁৎ পেতে থাকা জুলহাসের সহযোগীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালালে জুলহাস পুলিশ হেফাজত থেকে পালিয়ে যায়। পুলিশ সুপার কবীর জানান, সন্ত্রাসীদের অবিরাম গুলিবর্ষণের ঘটনায় পুলিশ আত্মরক্ষায় গুলি চালালে উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। আধা ঘণ্টাব্যাপী এ বন্দুকযুদ্ধে জুলহাস বাহিনী ৪০-৫০ রাউন্ড ও পুলিশ ২৮ রাউন্ড গুলিবর্ষণ করে। এ সময় এএসআই ফরিদুল ইসলাম, রেজাউল ইসলাম, মোঃ নুরুল ইসলাম ও মোঃ কামরুজ্জামান নামের ৪ পুলিশ সদস্য আহত হয়।
×