ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রুপা ধর্ষণ ও হত্যা মামলা ॥ আজ আসামিদের যুক্তিতর্ক

প্রকাশিত: ০৬:২১, ১ ফেব্রুয়ারি ২০১৮

রুপা ধর্ষণ ও হত্যা মামলা ॥ আজ আসামিদের যুক্তিতর্ক

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৩১ জানুয়ারি ॥ টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে কলেজ ছাত্রী জাকিয়া সুলতানা রুপাকে গণধর্ষণ ও হত্যা মামলার রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক বুধবার শেষ হয়েছে। বৃহস্পতিবার আসামিপক্ষের যুক্তিতর্কের দিন ধার্য করেছে আদালত। টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিশেষ পিপি এ কেএম নাছিমুল আখতার জানান, বুধবার সকালে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের ভারপ্রাপ্ত বিচারক এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আবুল মনসুর মিয়া আসামিদের উপস্থিতিতে জাকিয়া সুলতানা রুপাকে গণধর্ষণ ও হত্যা মামলার রাষ্ট্রপক্ষে বিচারিক কার্যক্রম শুরু করেন। এ দিন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তাদের যুক্তিতর্ক উপস্থাপন করেন। পরে আদালত বৃহস্পতিবার আসামিপক্ষের যুক্তিতর্কের দিন ধার্য করেছে।এ দিকে রুপাকে গণধর্ষণের পর হত্যা মামলার আসামিদের দ্রুত ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে মানবাধিকার আইনজীবী পরিষদ। বুধবার সকালে টাঙ্গাইল কোর্ট চত্বর এলাকায় তারা এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। এতে বক্তব্য রাখেন মানবাধিকার আইনজীবী পরিষদ সভাপতি এ্যাডভোকেট এস আকবর খান, মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আতাউর রহমান আজাদ, এ্যাডভোকেট গোলাম মোস্তফা, ওয়াজেদ আলী, রুপার ভাই হাফিজুর রহমান প্রমুখ। এ সময় বক্তারা এই হত্যাকা-ের সঙ্গে জড়িত ৫ আসামির দ্রুত ফাঁসির দাবি করেন এবং দ্রুত বিচার কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। উল্লেখ্য, গত ২৫ আগস্ট বগুড়া থেকে ময়মনসিংহ যাওয়ার পথে রুপাকে চলন্ত বাসে গণধর্ষণ করে পরিবহন শ্রমিকরা। বাসেই তাকে ঘাড় মটকে হত্যার পর মধুপুর উপজেলায় পঁচিশমাইল এলাকায় বনের মধ্যে রুপার মরদেহ ফেলে রাখে।
×