ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সৌদি থেকে রেমিট্যান্স আসার হার নিম্নমুখী

প্রকাশিত: ০৮:৩৩, ৩১ জানুয়ারি ২০১৮

সৌদি থেকে রেমিট্যান্স আসার হার নিম্নমুখী

সংসদ রিপোর্টার ॥ সৌদি আরব থেকে প্রতি বছর গড়ে ২ হাজার ৯২২ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স আসছে। তবে বিগত ২ অর্থবছরে এই রেমিট্যান্স আসার হার নিম্নমুখী হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নূরুল ইসলাম বিএসসির দেয়া তথ্য বিশ্লেষণে এ খবর মিলেছে। কেন্দ্রীয় ব্যাংকের বরাত দিয়ে মন্ত্রী জানান, সৌদি থেকে ২০১৩-১৪ অর্থবছরে ৩ হাজার ১১৮ দশমিক ৮৮ মিলিয়ন মার্কিন ডলার, ২০১৪-১৫ অর্থবছরে ৩ হাজার ৩৪৫ দশমিক ২৩ মিলিয়ন মার্কিন ডলার, ২০১৫-১৬ অর্থবছরে ২ হাজার ৯৫৫ দশমিক ৫৫ মিলিয়ন মার্কিন ডলার, ২০১৬-১৭ অর্থবছরে ২ হাজার ৬৬৭ দশমিক ২২ মিলিয়ন মার্কিন ডলার এবং চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে ১ হাজার ২০২ দশমিক ৭৯ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জানান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ছাড়পত্র নিয়ে সৌদি আরবেই সর্বাধিক ৩৩ লাখ ৯৩ হাজার ২৭১কর্মী গিয়েছে। এর মধ্যে গত বছর গিয়েছে ৫ লাখ ৫১ হাজার ৩০৮জন। এ ছাড়া বর্তমানে বিশে^র ১৬৫ দেশে মোট ১ কোটি ১৪ লাখ ৬৪ হাজার ৯৪৩ জন বাংলাদেশী কর্মী রয়েছে। মন্ত্রী আরও জানান, চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে তারা দেশে ৬ দশমিক ৯৪ বিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছে। গত অর্থবছরের একই সময়ে তাদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ছিল ৫ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার।
×