ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চীনা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে ঢাবির এমওইউ স্বাক্ষর

প্রকাশিত: ০৫:২৭, ৩০ জানুয়ারি ২০১৮

চীনা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে ঢাবির এমওইউ স্বাক্ষর

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ‘চাইনিজ একাডেমি অব সায়েন্সেস’-এর ‘গুয়ানঝু ইনস্টিটিউট অব জিওকেমিস্ট্রি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামানের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দীন এবং ‘গুয়ানঝু ইনস্টিটিউট অব জিওকেমিস্ট্রি’র পরিচালক প্রফেসর ড. গ্যান ঝাং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। উপাচার্য লাউঞ্জে আয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ‘গুয়ানঝু ইনস্টিটিউট অব জিওকেমিস্ট্রি’র কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আব্দুল আজিজ, রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আজিজুর রহমান, অধ্যাপক ড. মোঃ আহসান হাবীব ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোঃ এনামউজ্জামান উপস্থিত ছিলেন। এই সমঝোতা স্মারকের আওতায় উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময় কার্যক্রম পরিচালিত হবে। এছাড়া, দুই বিশ্ববিদ্যালয় পারস্পরিক শিক্ষা ও গবেষণা সংক্রান্ত প্রকাশনা এবং তথ্য-উপাত্ত আদান-প্রদান করবে। ঢাবি উপাচার্যের সঙ্গে চীনা প্রতিনিধি দলের সাক্ষাত ॥ চীনের ইউনান প্রদেশের শিক্ষা তত্ত্বাবধায়ন গ্রুপের সাধারণ সুপারভাইজর চেন শিবুর নেতৃত্বে ২৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাত করেছেন। সোমবার ভিসি কার্যালয়ে এই সাক্ষাত করেন প্রতিনিধি দলটি। প্রতিনিধি দলের কয়েকজন সদস্য হলেন- ইউনান প্রদেশের ইন্টারন্যাশনাল এক্সেঞ্জ এ্যান্ড কো-অপারেশন ডিভিশনের উপদেষ্টা পরিচালক ওয়াং ইয়্যান, ইউনান ইউনিভার্সিটির ভাইস-প্রেসিডেন্ট জ্যাং লি, কুনমিং ইউনিভার্সিটির ভাইস-প্রেসিডেন্ট ইয়াং বিন, কুনমিং মেডিক্যাল ইউনিভার্সিটির ভাইস-প্রেসিডেন্ট লি ইয়ান, ইউনান ইউনিভার্সিটি অব ট্রেডিশনাল চাইনিজ মেডিসিনের ভাইস-প্রেসিডেন্ট কি ইয়ান হং এবং সাউথ ওয়েস্ট ফরেস্ট্রি ইউনিভার্সিটির ভাইস-প্রেসিডেন্ট জু হুই। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দীন, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ ইমদাদুল হক, আর্থ এ্যান্ড ইনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. শিশির ভট্টাচার্য্য প্রমুখ উপস্থিত ছিলেন। সাক্ষাতকালে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় ও চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ সহযোগিতামূলক কর্মসূচী আরও জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়। এসব বিষয়ে শীঘ্রই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারে উভয়পক্ষই আগ্রহ প্রকাশ করে। উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে চীনা প্রতিনিধি দলকে অবহিত করেন।
×