ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দরিদ্রদের চাল আত্মসাত

পটুয়াখালীতে ইউপি চেয়ারম্যান ও ট্যাগ অফিসার আটক

প্রকাশিত: ০৪:০৮, ২৯ জানুয়ারি ২০১৮

পটুয়াখালীতে ইউপি চেয়ারম্যান ও ট্যাগ অফিসার আটক

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী, ২৮ জানুয়ারি ॥ ক্ষমতার অপব্যবহার, প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে হতদরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগে কনকদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহিন হাওলাদার ও ট্যাগ অফিসার প্রাক্তন বাউফল উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমানকে রবিবার গ্রেফতার করেছে দুদক। ২৩৩ সচ্ছল ব্যক্তিকে হতদরিদ্র ব্যক্তির তালিকায় অন্তর্ভুক্ত করে তাদের নামে বরাদ্দকৃত চাল অনিয়মিত বিতরণের অভিযোগে পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহিন হাওলাদার ও ট্যাগ অফিসার প্রাক্তন বাউফল উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমানকে গ্রেফতার করে দুদক। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাদের জেলহাজাতে প্রেরণ করেছে। উল্লেখ্য, ২০১৬ সালে হতদরিদ্রদের ১০ টাকা কেজি দামের চাল বিতরণের তালিকায় জালিয়াতির আশ্রয় গ্রহণ করে ২৩৩ সচ্ছল ব্যক্তিকে হতদরিদ্র ব্যক্তির তালিকায় অন্তর্ভুক্ত করেন অভিযুক্তরা। তাদের নামে বরাদ্দকৃত ৬,৯৯০ কেজি চাল অনিয়মিত বিতরণের অভিযোগ তদন্তসাপেক্ষে প্রমাণিত। রাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতির পদত্যাগ রাবি সংবাদদাতা ॥ পাল্টাপাল্টি অভিযোগে দীর্ঘ ছয় মাসের অচলাবস্থার পর শিক্ষক-শিক্ষার্থীদের দাবির মুখে অবশেষে পদত্যাগ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক নাসিমা জামান। রবিবার দুপুরে তিনি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের কাছে পদত্যাগপত্র জমা দেন। রাবি প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে গত বছরের ২ আগস্ট বিভাগের ১১ শিক্ষক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের সঙ্গে দেখা করে বিভাগের সভাপতি নাসিমা জামানের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করেন। পরদিন সকালে অভিযোগকারী শিক্ষকদের বিরুদ্ধে পাল্টা অনাস্থা জানান নাসিমা জামান। দুই পক্ষের শিক্ষকদের পাল্টাপাল্টি অবস্থানে প্রায় ছয় মাস ধরে বিভাগে অচলাবস্থা বিরাজ করে। এদিকে রবিবার বেলা সাড়ে ১১টায় নাসিমা জামানের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন বিভাগের শিক্ষকরা। এর পর সাড়ে ১২টার দিকে বিভাগের শিক্ষার্থীরা তার পদত্যাগের দাবিতে সেমিনার রুমের সামনে অনশনে বসেন। এ সময় তারা নাসিমা জামানের পদত্যাগ দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। ১১ শিক্ষক সভাপতির অধীনে পরীক্ষা নিতে অপারগতা জানালে সেশন জটের আশঙ্কায় শিক্ষার্থীরা অনশনে বসেন।
×