ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংবাদ সম্মেলনে মনগড়া অভিযোগের প্রতিবাদ

প্রকাশিত: ০৪:০৭, ২৯ জানুয়ারি ২০১৮

 সংবাদ সম্মেলনে মনগড়া অভিযোগের প্রতিবাদ

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ ভুল তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করাসহ তাদের একটি আইন প্রয়োগকারী সংস্থার সোর্স উল্লেখ করায় উক্ত আইন প্রয়োগকারী সংস্থা দারুণভাবে ক্ষুব্ধ হয়েছে। গত ২২ জানুয়ারি জনকণ্ঠের ১৪ পাতায় দুই সোর্সের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে এই ক্ষুব্ধ প্রতিক্রিয়া আসে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার কাছ থেকে। গত রবিবার ২০ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করে নাচোলের চাল ব্যবসায়ী আলহাজ ফজলুর রহমান। তারা টাঙ্গানো সাইনবোর্ডে সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদকাসক্ত দুই জনের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করে। কিন্তু লিখিত বক্তব্যে তাদের একটি বিশেষায়িত আইন প্রয়োগকারী সংস্থার সোর্স বলে পরিচয় দিতে তাদের বিরুদ্ধে মনগড়া কিছু অভিযোগ আনে। তার আগে মঙ্গলবার সন্ধ্যায় আহত ব্যক্তি আমনুরা থেকে বাড়ি ফেরার পথে ফজলুর নির্দেশে বেধড়ক পিটিয়ে দুই হাত ও পা ভেঙ্গে দেয়া হয়। তাকে বাঁচাতে এগিয়ে এলে অপর যুবক আহত হয়। প্রথম আহত ব্যক্তি হাত পা ভাঙ্গা অবস্থায় অচেতন হয়ে পড়লে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে, পরে পরিস্থিতির অবনতিতে রাজশাহী মেডিক্যালে পাঠানো হয়। এই বিষয়ে নাচোল থানায় মামলা করতে গেলে মামলা গ্রহণ না করার অভিযোগ উঠে পুলিশের বিরুদ্ধে। কিন্তু নাচোল থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম মঙ্গলবার মুঠো ফোনে বলেন, আহতরা কোন বাহিনীর সোর্স কিনা এ বিষয়ে কিছু জানা যায়নি। তবে চাঁপাইনবাবগঞ্জ শাখার (আইন প্রয়োগকারী সংস্থা) জনৈক কর্মকর্তার কাছ থেকে জানা গেছে আহতরা খুবই গরিব। এই ঘটনাটি মানবতাবিরোধী ও অমানবিক। তাই গুরুতর আহত ব্যক্তিরা চিকিৎসা করাতে হিমশিম খাচ্ছে। গ্রামীণ বিরোধকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে প্রতিপক্ষ। নিজেদের বাঁচাতে মনগড়া প্রেস কনফারেন্স করে তাদের সোর্স বানানোসহ চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদকাসক্ত বানাবার চেষ্টা করেছে। পাশাপাশি একগাদা মনগড়া অভিযোগ তুলে ধরেছে বলে আহত ব্যক্তি অভিযোগ করেছে।
×