ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মুক্তি পেলেন সৌদি ধনকুবের প্রিন্স আলওয়ালিদ বিন তালাল

প্রকাশিত: ০৮:৩৪, ২৮ জানুয়ারি ২০১৮

মুক্তি পেলেন সৌদি ধনকুবের প্রিন্স আলওয়ালিদ বিন তালাল

জনকণ্ঠ ডেস্ক ॥ সৌদি আরবের ধনকুবের প্রিন্স আলওয়ালিদ বিন তালাল বন্দীদশা থেকে মুক্তি পেয়েছেন বলে খবর পাওয়া গেছে। শনিবার প্রিন্স আলওয়ালিদের পরিবার তার মুক্তির বিষয়টি জানিয়েছে বলে জানিয়েছে বিবিসি। মোহাম্মদ বিন সালমান ক্রাউন প্রিন্স হওয়ার পর গত বছরের নবেম্বরে দেশজুড়ে চালানো দুর্নীতিবিরোধী ব্যাপক অভিযানের সময় আরও অনেক প্রিন্স, সরকারী কর্মকর্তা ও ব্যবসায়ীদের সঙ্গে আলওয়ালিদ বিন তালালকেও আটক করা হয়েছিল। ওই ঘটনার প্রায় দুই মাস পর মুক্তি পেলেন তিনি। শনিবার রিয়াদের পাঁচ তারকা হোটেল রিটজ-কার্লটনে আন্তর্জাতিক গণমাধ্যমে এক বিশেষ সাক্ষাতকারে অল্প কয়েকদিনের মধ্যেই সন্দেহভাজন অপরাধীর তালিকা থেকে তার নাম বাদ যাবে এবং তিনি বন্দীদশা থেকে মুক্ত পাবেন বলে জানানোর কয়েক ঘণ্টা পরই তাকে মুক্তি দেয়া হয়। এর মধ্যে প্রিন্স আলওয়ালিদের পরিবারের একজন বলেছেন, তিনি বাসায় এসে পৌঁছেছেন। তবে তাৎক্ষণিকভাবে সৌদি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি এবং তার মুক্তির শর্তাদিও পরিষ্কার নয় বলে জানিয়েছে বিবিসি।
×