ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এবার রাজপথে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা

প্রকাশিত: ০৬:০৯, ২৮ জানুয়ারি ২০১৮

এবার রাজপথে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা

স্টাফ রিপোর্টার ॥ চাকরি জাতীয়করণের দাবিতে এবার রাজপথে অবস্থান নিয়েছেন কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিনিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি)। শনিবার সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে সিএইচসিপি এ্যাসোসিয়েশনের আহ্বানে অবস্থান কর্মসূচী শুরু করেছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রেসক্লাবের সামনে অবস্থান করবেন বলে তারা জানিয়েছেন। দেশের বিভিন্ন থানা থেকে আগত কয়েক হাজার সিএইচসিপি’র অবস্থান নেয়ার কারণে জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তা দিয়ে যান চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে। দাবি পূরণে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর আন্তরিক হস্তক্ষেপ কামনা করেন আন্দোলনকারীরা। শনিবার সকাল থেকেই দেশের বিভিন্ন এলাকার কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিরা জড়ো হতে থাকেন জাতীয় প্রেসক্লাবের সামনে। তাদের মধ্যে নারী স্বাস্থ্যকর্মীর সংখ্যাও উল্লেখ করার মতো। অনেক মহিলার কোলে বাচ্চাও দেখা গেছে। দুপুরে অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম ও সদস্য সচিব মোঃ নঈম উদ্দিন, ময়মনসিংহ জেলা সিএইচসিপি এ্যাসোসিয়েশনের সাবেক আহ্বায়ক মাহবুবুল আলম রোমান ও যুগ্ম আহ্বায়ক আলীম আল রাজি, ধোবাউড়া সিএইচসিপি এ্যাসোসিয়েশনের সভাপতি প্রিন্স সাংমা, সাবেক সভাপতি মোঃ মকবুল হোসেন খান, প্রচার সম্পাদক শহীদুল ইসলাম প্রমুখ। এ্যাসোসিয়েশনের দাবি আদায় বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শহিদুল ইসলাম বলেন, আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন দফতরে ১৪ হাজার সিএইচসিপি’র চাকরি জাতীয়করণের জন্য আবেদন জানিয়ে আসছি। কিন্তু সন্তোষজনক সাড়া না পাওয়ায় রাজপথে নামতে বাধ্য হয়েছি। প্রিন্স সাংমা বলেন, গত ১৮ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে গ্রামীণ পর্যায়ে ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক বন্ধের ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় নেতারা।
×