ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গণঅভ্যুত্থান দিবস পালিত

প্রকাশিত: ০৮:২১, ২৫ জানুয়ারি ২০১৮

গণঅভ্যুত্থান দিবস পালিত

স্টাফ রিপোর্টার ॥ নানা আয়োজনে পালিত হলো বাঙালী জাতির স্বাধিকার আন্দোলনের অন্যতম প্রধান মাইলফলক ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস। মুক্তিকামী নিপীড়িত মানুষের পক্ষে জাতির মুক্তি সনদ খ্যাত ৬ দফা দাবি এবং পরবর্তীতে ছাত্র সমাজের দেয়া ১১ দফা কর্মসূচীর প্রেক্ষাপটে সংঘটিত হয়েছিল এ গণঅভ্যুত্থান। গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচী পালন করে। আগরতলা মামলায় জাতির পিতা বঙ্গবন্ধুকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের সব ব্যবস্থাই করে ফেলেছিল পাকিস্তানের সামরিক একনায়ক আইয়ুব খান। জাগ্রত ছাত্র সমাজ তখন ফুঁসে উঠেছিল। ১৯৬৯ এর ১৭ জানুয়ারি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গড়ে তুলে শোষিত মানুষের পক্ষে মুক্তিকামী ছাত্রসমাজ ১১ দফা কর্মসূচীর ভিত্তিতে গণঅভ্যুত্থান সৃষ্টি করে। ১৯৬৯ সালের ২০ জানুয়ারি গণঅভ্যুত্থানের নায়ক শহীদ আমানুল্লাহ আসাদুজ্জামানের (যিনি শহীদ আসাদ নামে নাম পরিচিত) আত্মদানের পর ২১, ২২, ২৩ জানুয়ারি শোক পালন করে। এরপর ২৪ জানুয়ারি গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়। এদিন ঢাকায় সচিবালয়ের সামনের রাজপথে নবকুমার ইনস্টিটিউটের নবম শ্রেণীর ছাত্র কিশোর মতিউরসহ অন্য একজন শহীদ হন। প্রতিবাদে সংগ্রামী জনতা সেদিন সচিবালয়ের দেয়াল ভেঙ্গে আগুন ধরিয়ে দেয়। বিক্ষুব্ধ জনগণ আইয়ুব মোনায়েম চক্রের দালাল, মন্ত্রী, এমপিদের বাড়িতে এবং তাদের মুখপাত্র হিসেবে পরিচিত তৎকালীন দৈনিক পাকিস্তান ও পাকিস্তান মর্নিং নিউজে আগুন লাগিয়ে দেয়। জনগণ আইয়ুব গেটের নাম পরিবর্তন করে আসাদ গেট নামকরণ করে। গণঅভ্যুত্থানকে বাদ দিয়ে ইতিহাস রচিত হতে পারে না- মেনন ঊনসত্তরের গণঅভ্যুত্থান ও ১১ দফা কর্মসূচী আজ বিস্মৃতপ্রায় উল্লেখ করে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, অথচ এই গণঅভ্যুত্থানই একাত্তরের মুক্তিযুদ্ধের প্রেক্ষিত রচনা করেছিল। ঐক্যবদ্ধ করেছিল ছাত্র-শ্রমিক-কৃষক-মধ্যবিত্তসহ সকল শ্রেণী-পেশার মানুষকে। সকল বাঙালীকে। এই অভ্যুত্থানেই স্লোগান উঠেছিল ‘শ্রমিক-কৃষক অস্ত্র ধর, পূর্ব বাংলা স্বাধীন কর। ‘বীর বাঙালী অস্ত্র ধর, বাংলাদেশ স্বাধীন কর’। বুধবার গণঅভ্যুত্থান দিবসে ‘শহীদ আসাদ ও ঊনসত্তরের গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দলের বিভিন্ন সারির নেতারা অংশ নেন।
×