ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অতি লোভ করতে গিয়ে...

প্রকাশিত: ০৫:৫৪, ২৫ জানুয়ারি ২০১৮

অতি লোভ করতে গিয়ে...

সৌদি আরবে বাদশাহ আবদুল আজিজ উট সুন্দরী প্রতিযোগিতায় সবকিছুই ঠিকঠাক চলছিল। প্রতিযোগীতায় আসা উট সুন্দরীরাও প্রস্তুত ছিল। কিন্তু হঠাৎ করেই এক প্রতিযোগীকে দেখে সন্দেহ হয় আয়োজকদের। পরীক্ষা করে দেখা যায়, সৌন্দর্য বৃদ্ধির জন্য বিশেষ ওষুধ ব্যবহার করা হয়েছে ওই উটের ক্ষেত্রে। একই কান্ড ঘটিয়েছে আরও ১১ উট। ফলে, প্রতিযোগিতা থেকে বাদ দিয়ে দেয়া হয়েছে মোট ১২টি উট সুন্দরীকে। ওই উটদের নাক, মুখ ও ঠোঁটের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য নিষিদ্ধ ওষুধ দেয়া হয়েছিল বলে অভিযোগ। অনুষ্ঠানের সময় ওই উটগুলোকে পরীক্ষা করা হয়। তখনই তাদের শরীরে নিষিদ্ধ ওষুধের অস্তিত্ব পাওয়া যায়। সৌদি আরবের রিয়াদে প্রায় একমাস ধরে চলে উটের এই সৌন্দর্য প্রতিযোগিতা। উটের দৌড় প্রতিযোগিতা, তাদের চুলের সৌন্দর্য, প্রশিক্ষণ ও ফটোগ্রাফির ওপর ভিত্তি করে বিজেতাকে বাছাই করা হয়। বিজয়ী উটের মালিক দুই শ’ ১৩ মিলিয়ন ডলার পুরস্কার পায়। সে কারণেই এত টাকা জেতার সুযোগ হাতছাড়া করতে চাননি উটের মালিকরা। কিন্তু বেশি লোভ করতে গিয়ে শেষ পর্যন্ত শো থেকেই বাদ পড়তে হয় তাদের। টেলিগ্রাফ অবলম্বনে।
×