ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাইফের ব্যতিক্রমী উদ্যোগ দর্শক টানতে

প্রকাশিত: ০৬:৪৫, ২৩ জানুয়ারি ২০১৮

সাইফের ব্যতিক্রমী উদ্যোগ দর্শক টানতে

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের ফুটবলপ্রেমীদের এএফসি কাপের উত্তাপ নেয়ার দিন আজ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৩টায় অনুষ্ঠিতব্য এই জমজমাট ম্যাচটি তারা বিনামূল্যেই টিকেট সংগ্রহ করে দেখতে পারবেন। সেই সঙ্গে সংগৃহীত টিকিট ও কুপনের ড্রয়ে আকর্ষণীয় পুরস্কারও জিততে পারবেন। তবে বাফুফে নয়, তাদের মাঠমুখী করতে এমন ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। দর্শকদের সম্পূর্ণ বিনামূল্যে টিকেট সংগ্রহের জন্য হাজির হতে হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের গেটগুলোতে। সেই ফ্রি টিকিটে আবার র‌্যাফেল ড্র’তে জয়ী হয়ে মালদ্বীপে দুই রাত তিন দিন ঘুরে আসার সুযোগও থাকছে। চমকই বটে! পেশাদার লীগের নবাগত এই ক্লাবটির তেমন কোন ফ্যান হয়নি এখনও। তবে চেষ্টা চলছে বেশ ভালভাবেই। তবে যেহেতু এএফসি কাপে তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে তাই দর্শকরা যাতে মাঠে এসে ম্যাচটি দেখে এবং তাদের উৎসাহ জাগায় সে জন্যই এই ধরণের উদ্দ্যেগ নেয়া হয়েছে বলে জানায় ক্লাব কতৃপক্ষ। সাইফ স্পোর্টিং ক্লাবের মিডিয়া ম্যানেজার আসাদুজ্জামান রনি জানিয়েছেন ম্যাচকে সামনে রেখে শহরে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়েছেন তারা। তিনটি ক্যারাভ্যানে করে জার্সি এবং লিফলেট দেয়া হয়েছে। লিফলেটের নিচের অংশটি কুপন। যেটি নাম, ঠিকানা পূরণ করে জমা দিয়ে এবং ফ্রি টিকিটে র‌্যাফেল ড্রতে পুরস্কার জিততে পারবেন দর্শকরা। পুরস্কার বিজয়ী প্রথম তিনজন পাবেন মালদ্বীপে তিনদিন তিন রাত ঘুরে আসার সুযোগ। বাকি সাতজন পাবেন আইফোনসহ বিভিন্ন স্মার্ট ফোন পুরস্কার। ম্যাচের প্রথমার্ধ শেষে হবে ড্র। আর ম্যাচ শেষে পুরস্কার বুঝিয়ে দেয়া হবে দর্শকদের মধ্যে।
×