ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ঘাম ঝরানো অনুশীলন টিসি স্পোর্টসের

প্রকাশিত: ০৭:০৪, ২২ জানুয়ারি ২০১৮

ঘাম ঝরানো অনুশীলন টিসি স্পোর্টসের

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকায় এসেই অনুশীলনে ঘাম ঝরিয়েছে মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব। বাংলাদেশের সাইফ স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে এএফসি প্লে-অফ কোয়ালিফাইংয়ের ম্যাচ খেলতে রবিবার বাংলাদেশে এসেছে দলটি। এরপর বিকেলে বুয়েট ফুটবল গ্রাউন্ডে অনুশীলনে নেমে পড়েন অতিথি ফুটবলাররা। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম লেগের ম্যাচে মুখোমুখি হবে সাইফ ও টিসি স্পোর্টস। মালদ্বীপের এই ক্লাবটি বাংলাদেশে এর আগেও খেলেছে। শেখ কামাল গোল্ডকাপ ফুটবলে দলটি বেশ ভাল পারফর্মেন্স প্রদর্শন করে। যে কারণে টিসি স্পোর্টসকে সমীহ করছে স্বাগতিক সাইফ। তবে ঘরের মাঠের সুবিধা নিয়ে প্রথম লেগ জিততে চায় পেশাদার লীগে চমক দেখানো দলটি। দু’দলের ফিরতি ম্যাচ হবে আগামী ৩০ জানুয়ারি মালদ্বীপের মালেতে। আবার অসুস্থ পেলে স্পোর্টস রিপোর্টার ॥ আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার পেলে। আচমকা শারীরিক অবস্থার অবনতি হলে ব্রাজিলের সাওপাওলো হাসপাতালে ভর্তি করা হয় তাকে। চিকিৎসকদের বিশেষ পর্যবেক্ষণে আছেন কালো মানিক। সাপ্তাহিক ছুটিরদিনে লন্ডনে ফুটবল রাইটার এ্যাসোসিয়েশনের (এফডব্লিউএ) দেয়া ডিনারে উপস্থিত থাকার কথা ছিল তিনবারের বিশ্বকাপ জয়ী পেলের। রবিবার সেখানে কালো মানিককে সম্মান জানানোর কথা ছিল ফুটবল রাইটার এ্যাসোসিয়েশনের। কিন্তু হঠাৎ অসুস্থ হওয়ায় তার লন্ডন যাত্রা আপাতত স্থগিত। এফডব্লিউএ’র পক্ষ থেকে জানানো হয়, সকালে গুরুতর অসুস্থ হয়ে পড়েন পেলে। দ্রুত তাকে সাওপাওলোর হাতপাতালে ভর্তি করা হয়। কিডনির সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন ৭৭ বছর বয়সী ব্রাজিল ফুটবল তারকা। মূত্রনালীতেও সমস্যা আছে।
×