ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবল

চেলসি, আর্সেনাল, ম্যানইউ, ম্যানসিটির জয়

প্রকাশিত: ০৭:০২, ২২ জানুয়ারি ২০১৮

চেলসি, আর্সেনাল, ম্যানইউ, ম্যানসিটির জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলে সব বড় দলই প্রত্যাশিত জয় পেয়েছে। অবশ্য সবাই সহজ জয় পেলেও ঘাম ঝরাতে হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। শনিবার রাতে ব্রাইটনকে ৪-০ গোলে হারিয়েছে চেলসি, ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে ৪-১ গোলের জয় পেয়েছে আর্সেনাল। বার্নলির মাঠে কোনরকমে ১-০ গোলে জিতে এসেছে ম্যানইউ। আর সার্জিও এ্যাগুয়েরোর হ্যাটট্রিকে ম্যানচেস্টার সিটি ৩-১ গোলে হারিয়েছে নিউক্যাসল ইউনাইটেডকে। বর্তমানে ২৪ ম্যাচ শেষে ৬৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে ম্যানসিটি। ৫৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানইউ। তিন নম্বরে থাকা চেলসির পয়েন্ট ৫০। ৪২ পয়েন্ট নিয়ে ছয়ে আর্সেনাল। ইডেন হ্যাজার্ডের দুই গোলে ব্রাইটন এ্যান্ড হোভ আলবিয়নকে হারিয়েছে চেলসি। ২০১৮ সালে এটি ব্লুজদের প্রথম লীগ ম্যাচে জয়। সপ্তাহের মাঝামাঝিতে এফএ কাপে পেনাল্টিতে নরউইচ সিটির সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল চেলসি। আর এর মাধ্যমে সবধরনের প্রতিযোগিতায় গত পাঁচটি ম্যাচে ড্র করে পয়েন্ট হারিয়েছে ব্লুজরা। কিন্তু ম্যাচ শুরুর ছয় মিনিটের মধ্যে হ্যাজার্ড ও উইলিয়ানের গোলে শেষ পর্যন্ত জয়ের মুখ দেখেছে চেলসি। ব্রাইটন ম্যাচে ফিরে আসার চেষ্টা করলেও চেলসি গোলরক্ষক উইলি কাবালেরোর কয়েকটি দুর্দান্ত সেভে গোল করা সম্ভব হয়নি। নিয়মিত গোলরক্ষক থিবাট কোরটোয়িস ইনজুরিতে থাকায় লীগে প্রথমবারের মতো মূল একাদশে খেলেছেন কাবালেরো। বার্নলির মাঠে এ্যান্থেনিও মার্শিয়ালের দেয়া একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানইউ। নিজেদের মাঠে ম্যাচের শুরুতেই ম্যানইউ শিবিরে আক্রমণ করে খেলতে থাকে বার্নলি। দুই মিনিটের ব্যবধানে দুটি গোলের সুযোগও সৃষ্টি করে দলটি। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় তা আর হয়নি। ম্যাচের ১৩ মিনিটে গোলের সুযোগ পেয়েছিল ম্যানচেস্টারও। তবে এ্যাশলে ইয়ংয়ের বাড়ানো বল জালে জড়াতে ব্যর্থ হন পল পোগবা। বিরতির পর ম্যাচের ৫৪ মিনিটে গোলের দেখা পায় ম্যানইউ। রোমেলু লুকাকুর লম্বা পাস ডি বক্সে ধরে ঠা-া মাথায় বল জালে জড়ান ফরাসী ফরোয়ার্ড মার্শিয়াল। এই গোলেই স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে জোশে মরিনহোর ছাত্ররা। এ্যাগুয়েরোর দুর্দান্ত হ্যাটট্রিকে জয়ের ধারায় ফিরেছে ম্যানসিটি। এবারের লীগে প্রথম ২২ ম্যাচে অপরাজিত থাকার পর গত সপ্তাহে লিভারপুলের মাঠে ৪-৩ গোলে হেরেছিল পেপ গার্ডিওলার দল। ওই হারের পর আবারও স্বরূপে ফিরেছে শিরোপার পথে থাকা দলটি। ম্যাচের শুরু থেকে অধিকাংশ সময় বল দখলে রেখে আক্রমণ করতে থাকা সিটি গোলের দেখা পায় ৩৪ মিনিটে। কেভিন ডি ব্রুইইনের দারুণ ক্রসে হেডে বল জালে পাঠান এ্যাগুয়েরো। ৬৩ মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। ডি বক্সে রাহিম স্টার্লিং ফাউলের শিকার হলে পেনাল্টি পায় সিটি। চার মিনিট পর দারুণ এক পাল্টা আক্রমণে এগিয়ে আসা গোলরক্ষক এডারসনের ওপর দিয়ে বল জালে পাঠিয়ে ব্যবধান কমান নিউক্যাসলের ইংলিশ মিডফিল্ডার জ্যাকব মার্ফি। ৮৩ মিনিটে হ্যাটট্রিক পূরণ করার পাশাপাশি সিটির জয়টাও নিশ্চিত করেন এ্যাগুয়েরো। কয়েকজনের বাধা কাটিয়ে সানের বাড়ানো বল পেয়ে লক্ষ্যভেদ করেন তিনি। লীগে সিটির জার্সিতে এটি এ্যাগুয়েরোর ২০০ নম্বর ম্যাচ। ম্যাচ শেষে সিটি কোচ গার্ডিওলা জানান, তিনি এখনই শিরোপা নিয়ে ভাবছেন না। এ জন্য লীগের বাকি ১৪ ম্যাচের মধ্যে কমপক্ষে ১০টিতে জয় চান তারকা এই কোচ। গার্ডিওলা বলেন, লিভারপুলের কাছে হারের পর অবশ্যই আপনাদের মনে সন্দেহ দানা বাঁধতে পারে। শঙ্কা জাগতে পারে এভাবে যদি আরও কয়েকটি পরাজয় আসে তাহলে কি হবে। যে কারণে এই লক্ষ্যটি খুবই গুরুত্বপূর্ণ। শিরোপা জয়ের জন্য গাণিতিক হিসেবে আমাদের দরকার আরও ১০ ম্যাচে জয়। ম্যাচ বাই ম্যাচ জয়ের মাধ্যমে আমরা এই লক্ষ্য পূরণ করতে চাই। ম্যাচে এ্যাগুয়েরো দুর্দান্ত পারফর্মেন্স করেছেন। যদিও ক্লাবটিতে তার ভবিষ্যত নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে। অবশ্য আর্সেনালের চিলিয়ান ফরোয়ার্ড এ্যালেক্সিস সানচেজকে দলভুক্ত করতে ব্যর্থ হয়ে এ্যাগুয়েরো ও গ্যাব্রিয়েল জেসুসের ওপরই আস্থা রাখতে হচ্ছে গার্ডিওলাকে। সানচেজ ইউনাইটেডের সঙ্গেই চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন। জেসুস অবশ্য এই মুহূর্তে হাঁটুর ইনজুরিতে। এ প্রসঙ্গে গার্ডিওলা বলেন, আমরা আর কোন স্ট্রাইকার নিচ্ছি না। আমাদের কাছে এ্যাগুয়েরো। দুই থেকে তিন সপ্তাহের মধ্যে গ্যাব্রিয়েলও (জেসুস) দলে ফিরবেন।
×