ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে মাটি কাটা নিয়ে সংঘর্ষ ॥ যুবক নিহত

প্রকাশিত: ০৪:২৪, ২২ জানুয়ারি ২০১৮

 হবিগঞ্জে মাটি কাটা নিয়ে সংঘর্ষ ॥ যুবক নিহত

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ২১ জানুয়ারি ॥ মাটি কাটা ও পানি ছাড়া নিয়ে রবিবার দুপুরে সদর উপজেলাধীন চানপুরস্থ কাশিপুর গ্রামে দু’দল লোকের মধ্যে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে স্বপন মিয়া (২৫) নামে এক যুবক নিহত এবং আহত হয়েছে অর্ধশতাধিক লোক। গুরুতর আহত ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত স্বপন সুরত আলীর পুত্র। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। জানা গেছে, ওই এলাকার বন্দে কাশিপুর গ্রামের বাসিন্দা সালামত মিয়া ও সুলতান মিয়ার জমি রয়েছে। রবিবার সকালে সুলতান মিয়া তার নিকটজনদের নিয়ে তার জমিতে যান। এক পর্যায়ে পানি নিষ্কাশনের সুবিধার্থে তিনিসহ জমির আইল সংলগ্ন স্থান দিয়ে মাটি কাটা শুরু করেন। পানিও ছাড়ার উদ্যোগ নিলে তাতে বাধা দেন সালামত মিয়া ও তার লোকজন। এ নিয়ে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। যা এক সময় সশস্ত্র সংর্ঘষে রূপ নেয়। প্রায় ঘণ্টাব্যাপী এই সংর্ঘষে মিয়া গুরুতর আহত হন এবং মাটিতে লুটিয়ে পড়েন। আহত স্বপনকে দ্রুত হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কতর্ব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
×