ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পল্টন সমাবেশে বোমা হামলার বিচার না হওয়ায় ষড়যন্ত্রের রাজনীতি বন্ধ হয়নি

প্রকাশিত: ০৪:২০, ২১ জানুয়ারি ২০১৮

পল্টন সমাবেশে বোমা  হামলার বিচার না  হওয়ায় ষড়যন্ত্রের  রাজনীতি বন্ধ হয়নি

স্টাফ রিপোর্টার ॥ বিগত সতের বছরেও পল্টনে সিপিবির সমাবেশে বোমা হামলার বিচার না হওয়ায় দেশে ষড়যন্ত্রের রাজনীতি বন্ধ হয়নি বলে মনে করেন বাম নেতারা। তারা বলেছেন, বিচারহীনতার সংস্কৃতির কারণেই নতুন করে একই ধরনের হামলার পথ তৈরি হচ্ছে। ফলে দেশের রাজনীতি, প্রগতি, উন্নয়ন, অসাম্প্রদায়িকতা ও গণতন্ত্র সবই ঝুঁকির মধ্যে। শনিবার পল্টন ময়দানে সিপিবির সমাবেশে বোমা হামলায় নিহতদের স্মরণ করে দলটির নেতারা দ্রুত এই হামলার বিচার দাবি করেন। ২০০১ সালে পল্টন ময়দানে সমাবেশে সিবিবি ও ছাত্র ইউনিয়নের পাঁচ নেতা-কর্মী নিহত হন। ওই হামলাটি জঙ্গীরা ঘটিয়েছিল বলে পরে পুলিশের তদন্তে উঠে আসে। ওই হামলায় নিহতদের স্মরণে শনিবার সকালে পল্টনে সিপিবির প্রধান কার্যালয় মুক্তি ভবনের সামনে অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় দলটির নেতা-কর্মীরা। অন্যান্য দলের নেতাকর্মীরাও কর্মসূচীতে যোগ দেন। সেখানে সমাবেশে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, সেই সমাবেশ শুধু কমিউনিস্ট পার্টির সমাবেশ ছিল না, এটা সমস্ত বামপন্থীদের মনে আশা জাগিয়ে তুলেছিল যে, বামপন্থীরা ঐক্যবদ্ধ হবে। আর উদার গণতন্ত্রীদের সঙ্গে নিয়ে বিকল্প রাজনৈতিক শক্তি এই দেশে গড়ে তুলব। আর এই কারণে ২০ জানুয়ারি হামলা হয়েছিল। যা একেবারেই পরিকল্পিত বলেও মনে করেন এই বাম নেতা। বোমা হামলার ঘটনার বিচারে দীর্ঘসূত্রতায় ক্ষোভ জানিয়ে তিনি বলেন, মাসের পর মাস, বছরের পর বছর যায়, এখন পর্যন্ত আমরা রায় পাইনি। মাঝখানে সরকারের পক্ষ থেকে ফাইনাল রিপোর্ট দিয়ে মামলা নিষ্পত্তি করে দেয়ার ব্যবস্থা হয়েছিল। কিন্তু আমাদের প্রতিবাদে তারা নিষ্পত্তি করতে পারেনি। মিথ্যা প্রচার করা হয় যে, সাক্ষীরা নাকি আদালতে উপস্থিত হয় না। আমি তিনবার সাক্ষ্য দিতে গিয়েছি, কিন্তু আসামিদের হাজির না করায় দুবার বিদায় দেয়া হয়। ঘটনার পর পরই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সমাবেশের ভিডিও হস্তান্তরের কথাও বলেন সিপিবি সভাপতি। তিনি বলেন, আমরা চাই, দ্রুত এই বিচার সম্পূর্ণভাবে শেষ করা হোক। হামলায় যারা শুধু বোমা বহন করেছে তারাই নয়, যারা এর পেছনে রাজনীতির ষড়যন্ত্রের নায়ক তাদেরও একই সঙ্গে আসামির কাঠগড়াই দাঁড় করাতে হবে। সিপিবির তৎকালীন সভাপতি মনজুরুল আহসান খান বলেন, এই ঘটনার বিচারের জন্য আমরা শেখ হাসিনার কাছে গিয়েছিলাম। তাকে আমরা বলেছিলাম, রাজনৈতিক দলের উপরে এই ধরনের সন্ত্রাসী-জঙ্গী হামলার যদি বিচার করা না হয়, তাহলে আপনারাও হামলার সম্মুখীন হবেন।
×