ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

‘জয় বাংলা’ একটি অসাম্প্রদায়িক স্লোগান॥ দীপু মনি

প্রকাশিত: ০৫:৪৬, ২০ জানুয়ারি ২০১৮

‘জয় বাংলা’ একটি  অসাম্প্রদায়িক স্লোগান॥ দীপু মনি

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১৯ জানুয়ারি ॥ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন, ‘বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সব ধর্মের মানুষই রক্ত দিয়েছে। যারা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষÑ তারাও জয় বাংলা স্লোগান দিয়ে একাত্তরের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। কাজেই জয় বাংলা একটি অসাম্প্রদায়িক স্লোগান। কিন্তু একটি গোষ্ঠী বর্ণে-বর্ণে, ধর্মে-ধর্মে হানাহানি সৃষ্টি করে আমাদের অসাম্প্রদায়িক চেতনাকে নস্যাত করতে চায়। এই গোষ্ঠীটি সুপরিকল্পিতভাবে স্বাধীনতার মহান নেতা বঙ্গবন্ধুকে হত্যা করেছে। শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে। এই গোষ্ঠীটিই ৭৫ এর পর বিভিন্ন সময় ক্ষমতায় এসে আমাদের সংবিধানকে ক্ষত-বিক্ষত করেছে। তাই এই গোষ্ঠীর অপতৎপরতা সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে।’ শুক্রবার সকাল দশটার দিকে কলমাকান্দা উপজেলার নলচাপ্রা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় গারো সম্প্রদায়ের ‘ওয়ানাগালা’ উৎসবের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি’ এ উৎসবের আয়েজন করে। ডাঃ দীপু মনি এমপি প্রধান অতিথি হিসেবে এ উৎসবে যোগ দেন। জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমানের সভাপতিত্বে এবং একাডেমির পরিচালক শুভ্র চিরানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় এমপি ছবি বিশ্বাস, ময়মনসিংহ-১ আসনের এমপি জুয়েল আরেং, জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায় প্রমুখ।
×