ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আজ ৭ রান করতে পারলেই তিন ফরমেট মিলিয়ে ১১ হাজার রান পূর্ণ হবে

আরেকটি অনন্য রেকর্ডের সামনে তামিম

প্রকাশিত: ০৬:২৯, ১৯ জানুয়ারি ২০১৮

আরেকটি অনন্য রেকর্ডের সামনে তামিম

মোঃ মামুন রশীদ ॥ বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম ব্যাটিং ভরসা তিনি। ক্রমেই নিজেকে তুলছেন ভিন্ন উচ্চতায় যেখানে দেশের ক্রিকেট ইতিহাসে আর কেউ পৌঁছাতে পারেননি। বাঁহাতি ওপেনার তামিম ইকবাল অনেকগুলো রেকর্ডেরই মালিক হয়েছেন। এবার আরেকটি মাইলফলকের একেবারে মুখোমুখি দাঁড়িয়ে আছেন তিনি। আজ ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে মাত্র ৭ রান করতে পারলেই সেই ইতিহাসে পা রাখবেন তামিম। প্রথম বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে তিনি পা রাখবেন তিন ফরমেটের আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে মোট ১১ হাজার রানে। ২০০৭ সালের ৯ ফেব্রুয়ারি হারারেতে জিম্বাবুইয়ের বিরুদ্ধে অভিষেক হয়েছিল ওয়ানডে ক্রিকেটে। সেটি ছিল তামিমের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। মাত্র ৫ রানে সাজঘরে ফিরেছিলেন। এখন ২৮ বছর বয়সে এসে প্রায় ১১ বছর আন্তর্জাতিক ক্রিকেটে থেকে ১১ হাজার রান একই প্রতিপক্ষের বিরুদ্ধে পূর্ণ হওয়ার দারুণ সুযোগটা হাতছাড়া হয়েছে দল আগে ভাগে জিতে যাওয়ায়। তিন ফরমেট মিলিয়ে ১১ হাজার রানের মাইলফলক ছোঁয়ার জন্য তার প্রয়োজন ছিল ৯১ রানের। বেশ সুস্থির থেকে এবং তাড়াহুড়ার মধ্যে না গিয়ে একটি দুর্দান্ত ইনিংস খেলেন এদিন। শেষ পর্যন্ত ৮৪ রানে অপরাজিত থেকে শেষ করেছেন ম্যাচ। যার ফলে ৭ রানের অপেক্ষায় থাকতে হয়েছে। আজ সেই আক্ষেপ হয়তো ঘুচতে চলেছে। যেমন পরিণত, আত্মবিশ্বাসী হয়েছেন এবং ফর্মের তুঙ্গে আছেন তাতে করে অনন্য এই অর্জনটি লেখা হয়ে যেতে পারে আজই। তবে আন্তর্জাতিক ক্রিকেটে ১১ বছর পেরনোর আগেই ১১ হাজারে পা রাখতে যাচ্ছেন। অর্থাৎ বছরে ১ হাজার করে রান করেছেন তিনি। এই মুহূর্তে তিন ফরমেট মিলিয়ে তার মোট রান ১০ হাজার ৯৯৩। ১৭৫টি ওয়ানডেতে ৯ সেঞ্চুরি ও ৩৯ হাফ সেঞ্চুরিতে ৫ হাজার ৮৫০ রান করেছেন ড্যাশিং এই ওপেনার। ৫২ টেস্টে ৮ সেঞ্চুরি ও ২৪টি হাফ সেঞ্চুরিতে করেছেন ৩ হাজার ৮৮৬ রান। এছাড়া ৫৯টি টি২০ ম্যাচে ১ সেঞ্চুরি ও ৪ হাফ সেঞ্চুরিসহ ১ হাজার ২৫৭ রানের মালিক তামিম। আজ ১১ হাজার আন্তর্জাতিক রান নিজের নামের পাশে লেখাতে পারলে ক্রিকেট ইতিহাসের ৬৭তম ব্যাটসম্যান হিসেবে ওই মর্যাদার মালিক হবেন তামিম। বর্তমানে তিন ফরমেট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান করার তালিকায় তামিম আছেন ৬৮তম অবস্থানে। তবে বাংলাদেশের পক্ষে তিনিই একমাত্র ব্যাটসম্যান যিনি তিন ফরমেট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করেছেন। ১১ হাজারেও তিনিই প্রথম পা রাখতে চলেছেন। বাংলাদেশের হয়ে দ্বিতীয় স্থানে আছেন সাকিব আল হাসান। তিনি করেছেন তিন ফরমেট মিলিয়ে ৯ হাজার ৯৩৪ রান। এ ছাড়া আরও একটি মাইলফলক ছুঁতে পারেন তামিম। যদি তিনি ১২৬ রান করতে সক্ষম হন। সেক্ষেত্রে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে নির্দিষ্ট কোন ভেন্যুতে সবচেয়ে বেশি রান করার হাতছানি তার সামনে। এই রান করতে পারলে সাবেক দুই কিংবদন্তি ক্রিকেটার পাকিস্তানের ইনজামাম উল হক ও শ্রীলঙ্কার সনথ জয়সুরিয়াকে পিছনে ফেলে কোন নির্দিষ্ট ভেন্যুতে ওয়ানডেতে সবচেয়ে বেশি রানের মালিক হবেন তামিম। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে মোট ৭২টি ওয়ানডে খেলে তামিমের সংগ্রহ ২৩৮৯ রান। নির্দিষ্ট কোন ভেন্যুতে সর্বাধিক রান করার তালিকায় তার ওপরে থাকা দুই ব্যাটসম্যান ইনজামামের সংগ্রহ ২৪৬৪ রান আর জয়সুরিয়ার ২৫১৪ রান। তবে আজ সেটি পূর্ণ না হলেও ত্রিদেশীয় সিরিজে আরও দুটি ম্যাচে তা পূর্ণ করার যথেষ্ট সময় ও সুযোগ থাকছে তামিমের। তিন ফরমেট মিলিয়ে বাংলাদেশের পক্ষে সর্বাধিক রান ব্যাটসম্যান ম্যাচ/ইনিংস রান গড় ১০০/৫০ তামিম ইকবাল ২৮৬/৩৩২ ১০,৯৯৩ ৩৪.২৫ ১৮/৬৭ সাকিব আল হাসান ২৯৩/৩২৮ ৯৯৩৪ ৩৪.৩৭ ১২/৬৩ মুশফিকুর রহীম ২৯৯/৩২৭ ৮৮৪৭ ৩১.২৬ ১০/৪৬ মোহাম্মদ আশরাফুল ২৫৯/৩১০ ৬৬৫৫ ২২.৫৯ ৯/৩০ মাহমুদুল্লাহ রিয়াদ ২৪৪/২৪৮ ৫৯৮৬ ২৯.৯৩ ৪/৩৪
×