ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বেসরকারী মেডিক্যাল কলেজ নীতিমালাকে আইনে রূপান্তরের নির্দেশ

প্রকাশিত: ০৫:৪৮, ১৯ জানুয়ারি ২০১৮

বেসরকারী মেডিক্যাল কলেজ নীতিমালাকে আইনে রূপান্তরের নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ বেসরকারী মেডিক্যাল কলেজ স্থাপন ও পরিচালনা নীতিমালাকে আইনে রূপান্তরিত করার প্রয়োজনীয় প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। বৃহস্পতিবার সচিবালয়ে বেসরকারী মেডিক্যাল কলেজ স্থাপন ও পরিচালনা নীতিমালা সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে তিনি এই নির্দেশ দেন। কলেজ পরিচালনা নীতিমালা যথাযথভাবে পূরণ না করায় ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের জন্য কয়েকটি কলেজে শিক্ষার্থী ভর্তি স্থগিত করার সরকারী সিদ্ধান্তের বিরুদ্ধে আপীল বিভাগের রায় রিভিউ করার প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী। এ সময় তিনি বলেন, সকল স্তরের জনমতের প্রেক্ষিতে চিকিৎসা শিক্ষার মান উন্নত করতে সরকার নানাবিধ উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায়, কয়েকটি কলেজে মানসম্মত হাসপাতাল নেই, হাসপাতালে পর্যাপ্ত শয্যা এবং লাইব্রেরি ও ল্যাবরেটরি নেই, পর্যাপ্ত শিক্ষক নেই, এমনকি কোন কোন কলেজে পূর্ণাঙ্গ ভবনও নেই। এমন কয়েকটি কলেজকে বারবার সতর্ক করা সত্ত্বেও নীতিমালার শর্ত পূরণ করার ক্ষেত্রে কোন অগ্রগতি পাওয়া যায়নি বলে গত ২০১৬-২০১৭ এবং ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে। আগামী শিক্ষাবর্ষের জন্য আসন বৃদ্ধির আবেদন বিবেচনা করতে আবেদনকারী কলেজ পরিদর্শনের জন্য স্বাস্থ্য অধিদফতর, বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং বাংলাদেশ মেডিক্যাল এ্যান্ড ডেন্টাল কাউন্সিলকে (বিএমডিসি) পৃথক পৃথক টিম পাঠিয়ে আগামী এক মাসের মধ্যে সুপারিশ প্রদানের নির্দেশ দেন মন্ত্রী। সভায় স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব ফয়েজ আহম্মেদ, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ, বিএমডিসি’র সভাপতি অধ্যাপক ডাঃ মোহাম্মদ সহিদুল্লা, স্বাচিপ সভাপতি অধ্যাপক ডাঃ ইকবাল আর্সলানসহ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতরের উর্ধতন কর্মকর্তা এবং ঢাকা বিশ^বিদ্যালয়ের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
×