ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পটিয়ায় গ্যাস চুরির সময় সিলিন্ডার বিস্ফোরণ ॥ আহত চার

প্রকাশিত: ০৪:০০, ১৯ জানুয়ারি ২০১৮

পটিয়ায় গ্যাস চুরির সময় সিলিন্ডার বিস্ফোরণ ॥ আহত চার

নিজস্ব সংবাদদাতা,পটিয়া, ১৮ জানুয়ারি ॥ সিলিন্ডার থেকে গ্যাস চুরির সময় চন্দনাইশে সিলিন্ডার বিস্ফারিত হয়ে ৪জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজন ফায়ার কর্মী রয়েছেন। আহতরা হলেন, রমজান আলী (৩৬), সিরাজুল ইসলাম (৩৪) ও পটিয়া ফায়ার স্টেশনের কর্মী নুরুল ইসলাম (৩৫) এবং সোহেল রানা (২৬)। তাদের মধ্যে সিরাজুল ইসলামকে মুমুর্ষ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহা সড়কের চন্দনাইশ উপজেলার বদুরপাড়া রাস্তার মাথা এলাকায় হাজী সোলতান এন্টারপ্রাইজের গ্যাস সিলিন্ডারের গুদামে এই ঘটনা ঘটে। সিলিন্ডারের আগুন গুদামে ছড়িয়ে পড়লে চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহা সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে পটিয়া ও আনোয়ারা ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট একযোগে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনেন এবং বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে মহা সড়কে গাড়ি চলাচল স্বাভাবিক হয়। জানা গেছে, মহা সড়কের পাশে চন্দনাইশ উপজেলার বদুপুরপাড়া রাস্তার মাথা এলাকায় হাজী আবু সোলতান এন্টারপ্রাইজে এলপি গ্যাস বিক্রীর পাইকারী ও খুচরা প্রতিষ্ঠান রয়েছে। অভিযোগ ওঠেছে, গ্যাস সিলিন্ডারের ওই গুদামে ভর্তি বোতল থেকে খালি বোতলে গ্যাস ট্রান্সফার করতে গিয়ে এই আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে চন্দনাইশ থানা পুলিশ, পটিয়া ফায়ার সার্ভিস ও আনোয়ারা ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এক সঙ্গে আগুন নেভানোর চেষ্টা চালান। এলপি গ্যাস সিলিন্ডারের আগুন দ্রুত নিয়ন্ত্রন করা সম্ভব হয়নি। হাজী আবু সোলতান এন্টারপ্রাইজের মালিক চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের প্রাক্তন নেতা মঈন উদ্দিন হাসান বাপ্পী। সিলিন্ডার বিস্ফোরনে বাপ্পীর প্রায় দেড় হাজার গ্যাস সিলিন্ডার একে একে বিস্ফোরিত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এসময় আতংকে চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহা সড়কে সকল প্রকার গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।
×