ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মোহাম্মদ তোফাজ্জল হোসেন

মানুষ মানুষের জন্য

প্রকাশিত: ০৪:৩৬, ১৮ জানুয়ারি ২০১৮

মানুষ মানুষের জন্য

শীতে যখন ধনীরা কম্বল মুড়িয়ে উষ্ণতার মাঝে ডুবে থাকে তখন এসব শীতার্ত মানুষ কিন্তু অপেক্ষায় চেয়ে থাকে, আশায় থাকে সমাজের বিত্তবানরা তাদের পাশে দাঁড়াবেন। শীতের চরম কষ্ট থেকে তাদের বাঁচাবেন। এই মুহূর্তে বিত্তবানদের পাশাপাশি আমাদের সকলের কর্তব্য সাধ্যমতো শীতার্ত বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো। সামান্য কিছু শীতবস্ত্র একটি কমদামী কম্বল অল্প কিছু খাবার অথবা প্রয়োজনীয় ওষুধ এসব বিপন্ন মানুষের জন্য হতে পারে জীবন রক্ষার অবলম্বন। আপনার দেয়া সামান্য কিছুই তাদের কাছে অসামান্য। শীতে অসহায় মানুষদের সাহায্যার্থে এগিয়ে আসতে দেখা যায় অনেককে। শুধু মিডিয়া কভারেজ কিংবা লোক দেখানোর জন্য যদি এই সাহায্য হয়, তাহলে তা সুফল বয়ে আনবে না। সাহায্য সহযোগিতা হতে হবে নিঃস্বার্থ ও মহৎ উদ্দেশ্যপূর্ণ। মানুষের বিপদের সময় পাশে থেকে সহযোগিতা করাই মানুষের ধর্ম হওয়া উচিত। একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলে যদি একটি প্রাণ বাঁচে, মানুষ বাঁচার স্বপ্ন দেখে, তবেই হয়তো জীবনের সার্থকতা খুঁজে পাওয়া সম্ভব। মানব জীবনের সম্পূর্ণতা আর তৃপ্তির জন্য সমাজের অসহায় পীড়িতদের জন্য কিছু করা দরকার। আমাদের সবারই সুযোগ রয়েছে মানবসেবায় নিজেকে নিয়োজিত করে স্বেচ্ছাসেবী হিসেবে নিজেকে গড়ে তোলার। এভাবেই এগিয়ে আসতে পারি। দাঁড়াতে পারি শীতার্ত মানুষের পাশে। যারা শীতের তীব্রতায় গরম পোশাকের অভাবে মরন যন্ত্রণায় ছটফট করে। আসুন সাধ্যমতো শীতার্ত মানুষের পাশে দাঁড়াই। একটু সাহায্যের হাত প্রসারিত করি। পল্লবী, ঢাকা থেকে
×