ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিদিন রাস্তায় ৩১৭ নতুন গাড়ি, যানজট নিরসনে হিমশিমে পুলিশ

প্রকাশিত: ০৮:৩৩, ১৭ জানুয়ারি ২০১৮

প্রতিদিন রাস্তায় ৩১৭ নতুন গাড়ি, যানজট নিরসনে হিমশিমে পুলিশ

সংসদ রিপোর্টার ॥ প্রতিদিন রাজধানীর রাস্তায় ৩১৭টি নতুন গাড়ি নামছে। এর সিংহভাগই ব্যক্তিগত গাড়ি। এ কারণে আমাদের ট্রাফিক পুলিশ যানজট নিরসনে হিমশিম খাচ্ছে। রাজধানীকে যানজটমুক্ত করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে মহানগরীতে যানজটমুক্ত করা সম্ভব হবে। ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে সোমবার রাতে জাতীয় সংসদে ৭১-বিধিতে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুরজাহান বেগমের আনীত জনগুরুত্বপূর্ণ নোটিসের জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন। নোটিসদাতা নুরজাহান বেগম বোর্ড অব ইনভেস্টমেন্টের (বিআইও) গবেষণা রিপোর্ট তুলে ধরে বলেন, যানজটের কারণে বাংলাদেশে বছরে যে কর্মঘণ্টা নষ্ট হয় তার মূল্য ৪৩ হাজার ৮৩৬ কোটি টাকা। এছাড়া উৎপাদন খাতে আর্থিক ক্ষতি ৩০ হাজার ৬৮২ কোটি টাকা। আর স্বাস্থ্যখাতে ২১ হাজার ৯১৮ কোটি, জ্বালানি ও যানবাহন মেরামত বাবদ ১ হাজার ৩৯৩ কোটি টাকা ক্ষতি হয় যা মোট জিডিপি’র প্রায় ৭ শতাংশ। জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদ সদস্য যথার্থই বলেছেন, প্রতিদিন ৩১৭টি নতুন গাড়ি রাজধানীতে নামছে বা রেজিস্ট্রেশন হচ্ছে। আমরা বলেছিলাম যানজটমুক্ত করব। আমাদের চেষ্টা অব্যাহত আছে। তিনি বলেন, শুধু ঢাকা শহর নয়, সারাদেশে আমাদের রাস্তা আছে মাত্র ৮ শতাংশ। অথচ থাকা উচিত ছিল ২৫ শতাংশ।
×