ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

স্বাধীনতা কাপ ফুটবলে ফরাশগঞ্জের জয়

প্রকাশিত: ০৬:৪০, ১৭ জানুয়ারি ২০১৮

স্বাধীনতা কাপ ফুটবলে ফরাশগঞ্জের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ স্বাধীনতা কাপ ফুটবলের ২০১১ আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ফরাশগঞ্জ স্পোর্র্টিং ক্লাব। অথচ এবারের লীগে তারা হয়েছে অবনমিত। সেই দুঃখ ঝেড়ে ফেলে তারা স্বাধীনতা কাপ ফুটবলে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম খেলায় ২-১ গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে শুভসূচনা করেছে। ২২ মিনিটে বক্সের ভেতর জোরালো শটে গোল করে ফরাশগঞ্জকে এগিয়ে নেন ফরহাদ মনা (১-০)। ৮৪ মিনিটে আল-আমিন সুন্নির থ্রু পাস ধরে বক্সে ঢুকে পড়েন ফরহাদ মনা। একা পেয়ে যান ব্রাদার্সের গোলরক্ষক সুজন চৌধুরীকে। বিপদ বুঝে বাধা দিতে দ্রুত সামনে এগিয়ে আসেন সুজন। তার ডান পাশ দিয়ে ৮৯ মিনিটে বক্সের মধ্যে হেডে লক্ষ্যভেদ করে ব্যবধান কমান ব্রাদার্সের বিশাল দাস (১-২)। মুস্তাফিজে আগ্রহ মুম্বাইর স্পোর্টস রিপোর্টার ॥ কাটার বয় খ্যাত টাইগার পেসার মুস্তাফিজুর রহমান নিজের অভিষেক আইপিএলেই সানরাইজার্স হায়দরাবাদকে শিরোপা এনে দিয়েছিলেন। কিন্তু গতবার মোটেই সুবিধা করতে পারেননি। ফলে তাকে ছেড়ে দেয় তার দল। এবারের আসরে তাই নিলামে উঠতে হচ্ছে। আর মুস্তাফিজকে দলে ভেড়াতে আগ্রহ প্রকাশ করেছে আরেক সাবেক চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্স। স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে এমনটাই জানা গেছে। ২৭ এবং ২৮ জানুয়ারি নিলামের আগেই মুম্বাই দল ঠিক করেছে তারা মুস্তাফিজকে খেলোয়াড় হিসেবে নিতে চায়। এক কোটি থেকে নিলামে দাম উঠবে। এদিকে চোট কাটিয়ে ছয় মাস পর গত সোমবার ত্রিদেশীয় ক্রিকেট সিরিজে জিম্বাবুইয়ের বিরুদ্ধে খেলতে নামেন তরুণ এ পেসার।
×