ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ওয়ানডেতে শেরেবাংলায় শততম ম্যাচ

প্রকাশিত: ০৬:৩৯, ১৭ জানুয়ারি ২০১৮

ওয়ানডেতে শেরেবাংলায় শততম ম্যাচ

মোঃ মামুন রশীদ ॥ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের আজ একটি ঐতিহাসিক দিন। ২০০৬ সালের ৮ ডিসেম্বর দেশের ‘হোম অব ক্রিকেট’ হিসেবে আন্তর্জাতিক ভেন্যুরূপে যাত্রা শুরু হয়েছিল এই স্টেডিয়ামের। সেদিন অভিষেক হওয়া মিরপুরের ওই ম্যাচে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে খেলেছিল জিম্বাবুইয়ে। চলমান ত্রিদেশীয় সিরিজে আবারও জিম্বাবুইয়ের বিরুদ্ধে বাংলাদেশের ম্যাচ দিয়েই সেঞ্চুরি পূরণ হতে পারতো সোমবার। কিন্তু ২০১০ সালের ডিসেম্বরে সফরকারী নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের একটি ম্যাচে টস না হওয়াতে আয়োজিত ম্যাচ হিসেবে বিবেচিত না হওয়াতে সেটা সম্ভব হয়নি। তবে বুধবার জিম্বাবুইয়ে-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে সেঞ্চুরি পূরণ হচ্ছে শেরেবাংলার। স্বাগতিক বাংলাদেশ দর্শক হয়েই থাকবে এ ম্যাচে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ উপলক্ষে ভেন্যুকে আন্তর্জাতিক পর্যায়ে রাখার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেন সেই গ্রাউন্ডসম্যানদের স্মারক জ্যাকেট উপহার দেবে। এছাড়া বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকেও দেয়া হবে একটি স্মারক ক্রেস্ট। বিশ্ব ক্রিকেটে নামীদামী ও বিখ্যাত অনেক স্টেডিয়ামকে পেছনে ফেলে ইতিহাসের ষষ্ঠ ভেন্যু হিসেবে ১০০ ওয়ানডে আয়োজনের গৌরব অর্জন করতে যাচ্ছে দেশের ‘হোম অব ক্রিকেট’। ১১ বছর ৩৯ দিন আগে মিরপুরে হওয়া প্রথম আন্তর্জাতিক ম্যাচ ছিল ওয়ানডেÑ যেখানে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ছিল জিম্বাবুইয়ে। ওই ম্যাচে বাংলাদেশ ৮ উইকেটে হারিয়ে দিয়েছিল সফরকারীদের। বাংলাদেশের পক্ষে সে ম্যাচে খেলেছিলেন বর্তমান ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহীম ও সাকিব আল হাসান। আর জিম্বাবুইয়ের হয়ে বর্তমান দলে থাকাদের মধ্যে খেলেছিলেন হ্যামিল্টন মাসাকাদজা, ব্রেন্ডন টেইলর ও ক্রিস্টোফার এমপোফু। মাশরাফি ৩টি ও সাকিব ২টি উইকেট নিয়েছিলেন। ব্যাট হাতেও ৩১ রান করেন সাকিব, তবে মুশফিকের নামার সুযোগ হয়নি ব্যাট হাতে।
×