ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ডোমারে এক শ’ বস্তা নকল পটাশ সার জব্দ

প্রকাশিত: ০৬:৫৪, ১৬ জানুয়ারি ২০১৮

ডোমারে এক শ’ বস্তা নকল পটাশ সার জব্দ

স্টাফ রির্পোটার, নীলফামারী ॥ বালু, ইটের গুঁড়া ও রং মিশ্রিত একশ বস্তা নকল ভেজাল পটাশ সার উদ্ধার করা হয়েছে। সোমবার বিকালে ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য তাসকিনা বেগমের বাড়ি থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা অভিযান চালিয়ে এই ভেজাল সার জব্দ করে। এরপর সেখানে ভ্র্যাম্যমাণ আদালত বসিয়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করে। উপজেলা কৃষি কর্মকর্তা জাফর ইকবাল জানান, ওই ভেজাল সারগুলো একটি ট্রাক্টরের ট্রলিতে করে হরিণচড়া ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য তাসকিনা বেগমের স্বামী ওবায়দুর রহমান নিজের বাড়িতে নিয়ে এসে তা সেখান থেকে বিক্রির পাঁয়তারা করছিল। কিন্তু ট্রাক্টরটি তাদের বাড়ির সামনে এলে বেশকিছু সারের বস্তা পুকুরে পড়ে যায়। এতে পুকুরের পানি লাল হয়ে যায়। এলাকাবাসীর অভিযোগে দ্রুত ইউএনওসহ আমরা ঘটনাস্থলে গিয়ে ওই নকল জব্দ করা হয়। চরভদ্রাসনে বাঁধ দাবি নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৫ জানুয়ারি ॥ চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নে পদ্মা নদী ভাঙ্গন কবলিত এমপি ডাঙ্গী গ্রামের ভাঙ্গার মাথায় স্থায়ীভাবে বাঁধ নির্মানের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার বেলা ১১টার দিকে ঘণ্টাব্যাপী এ কর্মসূচীর আয়োজন করা হয় ‘চরভদ্রাসন উপজেলার সর্বস্তরের জনসাধারণের পক্ষে। ভাঙ্গাকবলিত পদ্মানদীর পাড়ে ওই এলাকার সর্বস্তরের প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেন। এ সময় বক্তব্য দেন, চরভদ্রাসন উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক আবুল কালাম, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য মোঃ একলাস, শিক্ষক ওছেল মাস্টার প্রমুখ। বক্তারা বলেন, গত কয়েক বছরের তীব্র নদী ভাঙ্গনের ফলে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কয়েকবার অস্থায়ীভাবে ভাঙ্গন রোধে ব্যবস্থা নিলেও পরিণামে তা ভাঙ্গন রোধে কোন কাজে আসেনি। সম্প্রতি এই শুষ্ক মৌসুমে আবার ভাঙ্গন দেখা দিয়েছে। এর ফলে এলাকার অনেক পরিবার ঘরবাড়ি, ভিটেমাটি ও ফসলী জমি হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। এ ব্যাপারে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, এমপি ডাঙ্গীর ভাঙ্গনের বিষয়টি আমাদের নজরদারিতে রয়েছে। কুষ্টিয়ায় ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ১৫ জানুয়ারি ॥ কুষ্টিয়ায় বাড়ির ছাদ থেকে পড়ে নাজমুন নাহার (২২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে মিরপুর উপজেলার আমলা কদমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বিকেল চারটার দিকে ওই গৃহবধূ ছাদ থেকে পার্শ্ববর্তী গাছের পাতা কাটতে গিয়ে হঠাৎ নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×