ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আশুলিয়ায় পোশাক শ্রমিক ধর্ষণের শিকার ॥ প্রেমিক গ্রেফতার

প্রকাশিত: ০৪:১৬, ১৪ জানুয়ারি ২০১৮

আশুলিয়ায় পোশাক শ্রমিক ধর্ষণের শিকার ॥ প্রেমিক গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৩ জানুয়ারি ॥ আশুলিয়ায় এক তরুণী পোশাক শ্রমিক গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় প্রেমিক রাসেল মিয়াকে আটক করেছে পুলিশ। ধর্ষিতা ঢামেক হাসপাতালের ‘ওয়ান স্টপ ক্রাইসিস’ সেন্টারে চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার রাত ১০টায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের জিরানী এলাকায় সংজ্ঞাহীন অবস্থায় ওই পোশাক শ্রমিককে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়। এরপর চেতনা ফিরে এলে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে হাসপাতালে প্রেরণ করা হয়। জানা গেছে, ওই পোশাক কর্মী বাবা-মা ও ছোট বোনের সঙ্গে ভাদাইল এলাকায় এক বাসায় বসবাস করে এবং স্থানীয় ‘একটি সোয়েটার তৈরির কারখানায় হেলপার হিসেবে কর্মরত রয়েছে। আটক রাসেল মিয়া বগুড়া জেলার সাড়িয়াকান্দি থানার কামালপুর গ্রামের আলা মিয়ার ছেলে। জানা গেছে, ওই তরুণী শুক্রবার বিকেল তিনটার দিকে বাসা থেকে নিজ কর্মস্থলে বেতন উত্তোলনের কথা বলে বের হয়। এরপর রাত দশটার দিকে তাকে নবীনগর সড়কের জিরানী এলাকায় সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়। শনিবার সকালে ওই ধর্ষিতা তরুণীর কথিত প্রেমিক রাসেলকে চন্দ্রা থেকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় ধর্ষিতার পিতা মান্নান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মহেশখালীতে সন্ত্রাসী হামলায় আহত ছয় স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মহেশখালী কালারমারছড়ার ঝাপুয়ায় সন্ত্রাসীদের গুলিতে শিশুসহ ৬ জন আহত হয়েছে। এতে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শনিবার ভোর সাড়ে পাচটায় চাঁদার দাবিতে সন্ত্রাসীরা এহতেশামুল হকের পরিবারের উপর এ হামলা করে। আহতরা হলেন এহতেসামুল হক, সবুজ, মফিজ, রহিমা আক্তার, দিলোয়ারা বেগম ও শিশু তোফা মনি।স্থানীয় সাহাব উদ্দিন জানান, দক্ষিণ সরদারঘোনা এলাকার সন্ত্রাসী বহু মামলার পলাতক আসামি মোজাম্মেল, মাহাবুব শুক্কুর, সিরাজ, শহিদুল্লাহ ও জহিরসহ ১০-১২ জনের অস্ত্রধারী সন্ত্রাসী এই হামলায় অংশ নেয়। আহত এহতেশামুল হক জানান, মীর কাসেম চৌধুরীর লালিত সন্ত্রাসীরা চাঁদার দাবিতে অস্ত্রসহকারে আমাদের উপর হামলা করেছে।
×