ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনা

পুলিশ ও চালকসহ নিহত সাত

প্রকাশিত: ০৪:৩০, ১৩ জানুয়ারি ২০১৮

 পুলিশ ও চালকসহ নিহত সাত

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় গানের দলের কর্মী ও চালক, সীতাকুন্ডে নিরাপত্তা কর্মী, মাগুরায় পুলিশ, বগুড়ায় পিকনিক দলের সদস্য, বাগেরহাটে ব্যবসায়ী এবং কালকিনিতে এক যাত্রী নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। ফরিদপুর ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার উত্তর ব্রাহ্মণপাড়ায় শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মাইক্রোবাস দুর্ঘটনায় দুজন নিহত এবং আরও দুজন আহত হয়েছেন। আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলো মাইক্রোবাসের ড্রাইভার ও সংগীত শিল্পী নকুল কুমার বিশ্বাসের গানের দলের কর্মী। এলাকাবাসী ও পুলিশ জানায়, ভারত থেকে গানের অনুষ্ঠান শেষে মাইক্রোবাসযোগে নকুল কুমার বিশ্বাসের গানের দলের সহকর্মীরা ঢাকায় ফিরছিলেন। এই দলে নকুল কুমার বিশ্বাস ছিল না। তিনি ভারতে অবস্থান করছেন। পথিমধ্যে বেনাপোল থেকে ঢাকাগামী মাইক্রোবাসটি ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের উত্তর ব্রহ্মণপাড়া পৌঁছলে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা সম্প্রসারণ কাজের জন্য রাখা ব্লকের সঙ্গে ধাক্কা খায়। এ সময় ঘটনাস্থলেই দুজন নিহত ও দুজন আহত হন। নিহতরা হলেন কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাসের সহযোগী শিল্পী ঢাকার মিরপুরের আবুল হোসেনের ছেলে ওয়াহিদ সুজাত (৩৮) ও মাইক্রোবাসের চালক ভোলার সোনাডুগী গ্রামের মোস্তফা মিয়ার ছেলে মোশারফ হোসেন (৩৭)। আহতরা হলো নকুল বিশ্বাসের গানের দলের নিমাই (২৫) ও দীপক (৩২)। আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে নিমাইয়ের অবস্থা আশঙ্কাজনক। সীতাকু- চট্টগ্রামের সীতাকু-ে অজ্ঞাত গাড়ি চাপায় মোঃ ইদ্রিস হোসেন (৫৫) নামে এক নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। গত শুক্রবার ভোরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বানুরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে চট্টগ্রাম হালিশহর থানার ডাবলমুরিং এলাকার মৃত অলি উল্ল্যাহর পুত্র এবং বানুরবাজারে একটি চা পাতা তৈরি কারখানার নিরাপত্তা প্রহরী। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়,ঢাকামুখী অজ্ঞাতনামা গাড়ি মহাসড়কের বানুরবাজার এলাকা অতিক্রমকালে রাস্তা পারাপারের সময় ইদ্রিসকে চাপা দেয়। এতে গাড়ি চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর উপজেলার বার আউলিয়া হাইওয়ে থানার পুলিশ লাশ উদ্ধার করে। মাগুরা শুক্রবার সকালে মাগুরার আলমখালীতে সড়ক দুর্ঘটনায় আমিরুল ইসলাম (২৯) নামে পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন । তিনি সদর উপজেলার আলমখালী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন । জানা যায়, সকাল ৬টার দিকে মাগুরা-ঝিনাইদহ সড়কে আমিরুল ইসলাম মোটরসাইকেলে মাগুরায় আসার পথে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে আমিরুল ইসলাম গুরুতর আহত হন । তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে আনা হলে সকাল পৌনে ৭টার দিকে তার মৃত্যু হয় । তার বাড়ি ঝিনাইদহ জেলায় । বগুড়া শুক্রবার সকালে বগুড়া-রংপুর মহাসড়কের পার্শ্বে বগুড়া সদরের গোকুল এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনে এ্যাম্বুলেন্সের ধাক্কায় জাহিদ হাসান মুরাদ(৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আরও ২ জন আহত হয়। এ্যাম্বুলেন্সটি হেলপার চালু করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ তাকে গ্রেফতার করেছে। আহতদের বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, সকাল ৯ টার দিকে বগুড়া থেকে রংপুরগামী একটি পিকনিক দলের বাস টিএমএস সিএনজি ফিলিং স্টেশনে সিএনজি নিতে থামে। গ্যাস নেয়ার সময় যাত্রীরা বাস থেকে নেমে দাঁড়িয়েছিল। একই সময় রোগীবাহী একটি এ্যাম্বুলেন্সেও সেখানে সিএনজি নিয়ে চালক কাউন্টারে মূল্য পরিশোধ করেছিল। এসময় এ্যাম্বুলেন্সটির হেলপার সেটি চালু করে ঘোরানোর চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে ফিলিং স্টেশন চত্বরে দাঁড়িয়ে থাকা পিকনিক দলের সদস্যদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক জন মারা যায়। নিহত মুরাদের বাড়ি শহরের মালতিনগর এলাকায়। তিনি একজন নির্মাণ শ্রমিক এবং পিকিনিকে যাচ্ছিলেন। পুলিশ এ্যাম্বুলেন্সের হেলপার সাদেককে(২৫) গ্রেফতার করেছে। বাগেরহাট সড়ক দুর্ঘটনায় আবু বক্কর সিদ্দিক (৪০) নামের এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছে। শুক্রবার বিকেলে জেলার ফকিরহাট উপজেলার খুলনা-বাগেরহাট মহাসড়কের কাঁঠালতলায় ঢাকা থেকে ছেড়ে আসা রোহন পরিবহন পেছন থেকে মোটরসাইকেলে থাকা আবু বক্করকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেলে থাকা আবু বক্কর সিদ্দিকের স্ত্রী হাওয়া বেগম (৩২) গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে। নিহত আবু বক্কর সিদ্দিক ফকিরহাট উপজেলার পাগলাদিয়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে বলে কাটাখালী হাইওয়ে থানার ওসি কেএম আজিজুল ইসলাম জানান। কালকিনি, মাদারীপুর এক শিশুকে বাঁচাতে গিয়ে কালকিনিতে সার্বিক পরিবহন খাদে পড়ে কাজী হাফিজ (৫২) নামের এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে ১২ যাত্রী। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। তবে ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। শুক্রবার সকালে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, সার্বিক পরিবহনটি যাত্রী নিয়ে উপজেলা সদরের ডাকবাংলার মোড় থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। পথে উপজেলার লালব্রিজ নামক স্থানে একটি সাইকেল আরোহী এক শিশুকে বাঁচাতে গিয়ে পরিবহনটি খাদে পড়ে যায়। এতে করে দক্ষিণ গোপালপুর গ্রামের কাজী হাফিজ ঘটনাস্থলেই নিহত হয় এবং ১২ যাত্রী গুরুতর আহত হয়। আহতদের কালকিনি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×