ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের উন্নয়নের প্রশংসায় টাওয়ার হ্যামলেটসের স্পীকার

প্রকাশিত: ০৮:২০, ১২ জানুয়ারি ২০১৮

বাংলাদেশের উন্নয়নের প্রশংসায় টাওয়ার হ্যামলেটসের স্পীকার

সফররত লন্ডনের টাওয়ার হ্যামলেটসের স্পীকার সাবিনা আক্তার প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন বিশেষ করে শিক্ষা এবং নারীর ক্ষমতায়নের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। খবর বাসস’র। তিনি বলেন, ‘আপনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন কর্মকা-ে আমি খুবই বিস্মিত।’ তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার জাতীয় সংসদ ভবনের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের প্রথম বাংলাদেশী নারী কাউন্সিলর সাবিনা আক্তার বলেন, তিনি বুধবার জাতীয় সংসদের অধিবেশন প্রত্যক্ষ করেছেন এবং সংসদে লিডার অব দ্য হাউস প্রধানমন্ত্রী শেখ হাসিনার পারফরমেন্সে অভিভূত হন। টাওয়ার হ্যামলেটস স্পীকার প্রধানমন্ত্রীকে জানান, তার এলাকায় প্রায় এক লাখ বাঙালীর বসবাস এবং তারা সেখানে কয়েকটি বাঙালী স্কুল পরিচালনা করছেন। সাবিনা আক্তার বলেন, দুই দেশের সম্পর্ক উন্নয়নের লক্ষ্য নিয়েই তার বাংলাদেশ আগমন। প্রধানমন্ত্রী নির্বাচনে বিজয়ী হয়ে প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত হিসেবে টাওয়ার হ্যামলেটস লন্ডনের স্পীকার হওয়ায় সাবিনা আক্তারকে অভিনন্দন জানান।
×