ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সুন্দরবনে বন্দুকযুদ্ধে ৩ বনদস্যু নিহত

প্রকাশিত: ০৬:০৩, ১২ জানুয়ারি ২০১৮

সুন্দরবনে বন্দুকযুদ্ধে ৩ বনদস্যু নিহত

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সুখপাড়ার চরে র‌্যাব-৮ এর সঙ্গে বন্দুকযুদ্ধে বনদস্যু সুমন বাহিনীর ৩ সদস্য নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বনদস্যুদের ব্যবহৃত ২টি একনলা বন্দুক, ১টি কাটা রাইফেল, ১টি পাইপগান, ৩৯ রাউন্ড বন্দুকের গুলি, ৩টি গুলি রাখার বান্ডুলিয়া, ২টি দেশীয় ধারালো ছুরি, ২টি দেশীয় তৈরি রামদাসহ বিপুল রসদসামগ্রী উদ্ধার করে। নিহতরা হলো বনদস্যু সুমন বাহিনীর সক্রিয় সদস্য মোঃ জাকারিয়া সরদার (৩০), মোঃ জুলফিকার শেখ (৩৫), মোঃ খোকন মিনা (৪৩)। এদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি র‌্যাব। র‌্যাব-৮ এর কর্মকর্তা মেজর সোহেল রানা প্রিন্স এক মেসেজে জানান, সুন্দরবনে জেলে অপহরণের খবর শুনে শরনখোলা রেঞ্জের সুখপাড়ার চরে র‌্যাব-৮ এর একটি দল অভিযান শুরু করে। এ সময় সুন্দরবনের ভেতরে লুকিয়ে থাকা বনদস্যুরা র‌্যাবের ওপর গুলি বর্ষণ করে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। ঘণ্টাখানেক বন্দুকযুদ্ধের পর বনদস্যুরা সুন্দরবনের গহীনে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি করে তিন বনদস্যুর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে র‌্যাব। উদ্ধারকৃত মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরনের উদ্দেশ্যে বাগেরহাটের শরনখোলা থানায় হস্তান্তর করা হয়েছে। এর দু’দিন আগে সোমবার রাতে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের শ্যালা নদী সংলগ্ন কাতিয়ার খালে নৌ পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বনদস্যু ছোট্ট বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ফরিদ হোসেন (৩৫) নিহত হয়। এ সময় ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মুক্তিপণের দাবিতে অপহৃত ৬ জেলেসহ দুটি আগ্নেয়াস্ত্র, ৬টি মোবাইল ফোন, একটি ডিঙ্গি নৌকা ও বিভিন্ন মাল উদ্ধার করা হয়। পরে নৌ পুলিশের সদস্যরা দস্যুদের একটি আস্তানা গুঁড়িয়ে দেয়।
×