ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১৩ মুক্তিযোদ্ধার নামে তেরো রাস্তা

প্রকাশিত: ০৩:৫৯, ১২ জানুয়ারি ২০১৮

১৩ মুক্তিযোদ্ধার নামে তেরো রাস্তা

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১১ জানুয়ারি ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নে ১৩ বীর মুক্তিযোদ্ধার নামে রাস্তার নামকরণের ফলক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে ফলক উন্মোচন করেন স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)। মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ আলমাছের সভাপতিত্বে ফলক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ উপজেলা চেয়ারম্যান আলহাজ শাহজাহান ভুইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নিলা, ইউপি চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ আলমাছ প্রমুখ। প্রাচীন বড়রিয়া মেলা শুরু নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ১১ জানুয়ারি ॥ মাগুরার বালিদিয়া ইউপির বড়রিয়া গ্রামে শতবর্ষের প্রাচীন তিন দিনব্যাপী মেলা বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে । এ বছর ছিল ১১০ বছরের মেলা। মেলায় কয়েক কোটি টাকার পণ্য ক্রয় বিক্রয় হয়। মহম্মদপুর উপজেলার বড়রিয়া গ্রামে প্রতিবছর বাংলা ২৮ পৌষ এ ঘোড়া দৌড় উপলক্ষে এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে । গ্রামবাসীরা এ মেলার আয়োজন করে। এটি দক্ষিণ পঞ্চিমাঞ্চলের অন্যতম বৃহৎ মেলা । জানা গেছে, মহম্মদপুর উপজেলার বড়রিয়ার গ্রামে ঘোড়া দৌড় উপলক্ষে আয়োজিত মেলা চলবে তিন দিন । শনিবার রাতে মেলা শেষ হবে।
×