ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্কুলছাত্র শাহপরানকে হত্যার দায় স্বীকার করে দুই অপহরণকারীর জবানবন্দী

প্রকাশিত: ০৮:৩৪, ১১ জানুয়ারি ২০১৮

স্কুলছাত্র শাহপরানকে হত্যার দায় স্বীকার করে দুই অপহরণকারীর জবানবন্দী

সংবাদদাতা, মাধবপুর, হবিগঞ্জ, ১০ জানুয়ারি ॥ মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শিবজয়নগর গ্রামের স্কুল ছাত্র শাহপরান কে অপহরণের পর হত্যার দায় স্বীকার করে দুই ঘাতক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। বুধবার সন্ধ্যায় হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে ১৬৪ ধারায় তারা জবানবন্দী দেয়। এর সত্যতা নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) মমিনুল ইসলাম জানান, মাধবপুর উপজেলার শিবজয়নগর গ্রামের তাউস মিয়ার ছেলে ঘাতক জালাল মিয়া বছর দেড়েক আগে নিজ গ্রাম ছেড়ে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার চান গ্রাম এলাকায় জীবিকার সন্ধানে অবস্থান নেয়। মাঝে মাঝে সে বাড়িতে আসা যাওয়া করত। সেখানে সে সঙ্গদোষে নেশার জগতে পা বাড়ায়। এরই মধ্যে চানগ্রাম গ্রামের মহাম্মদ আলীর ছেলে মাদকাসক্ত ও পেশাদার অপরাধী রাসেল ওরফে কাটা রাসেল সঙ্গে পরিচয় হয়। কাটা রাসেল মাস দুয়েক আগে জালাল কে প্রস্তাব দেয় অপহরণ করা যাবে এমন কোন শিশু আছে কি-না? আনতে পারলে অনেক টাকা পাওয়া যাবে। এই প্রস্তাবে জালাল রাজি হয়ে যায়। পরিকল্পনা করে শিবজয়নগর গ্রামের তার প্রতিবেশী ব্যবসায়ী সাবাশ আলীর ছেলে স্কুলছাত্র সাত বছরের শাহপরানকে ৬ জানুয়ারি অপরহণ করে।
×