ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধার বাড়িতে পেট্রোলবোমা হামলা ॥ প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ০৪:০৭, ১০ জানুয়ারি ২০১৮

মুক্তিযোদ্ধার বাড়িতে পেট্রোলবোমা হামলা ॥ প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ৯ জানুয়ারি ॥ ফারমার্স ব্যাংকের সাবেক অডিট চেয়ারম্যান ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল হক বাবুল চিশতির গ্রামের বাড়ি বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের উঠানোপাড়ার বাসভবনে সোমবার গভীর রাতে পেট্রোলবোমা হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা পেট্রোলবোমা ছুড়ে ফাঁকা গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, বাবুল চিশতির উঠানোপাড়া গ্রামের বাসভবনে সোমবার রাত আড়াইটার দিকে দুর্বৃত্তরা বাসার সীমানা প্রাচীরের উপর দিয়ে তিনটি পেট্রোলবোমা নিক্ষেপ করে। পেট্রোলবোমা বিস্ফোরণের পর তার বাসভবনের বারান্দায় রাখা কিছু কাগজপত্রে আগুন ধরে যায়। এ সময় বাবুল চিশতি ওই বাসভবনে ঘুমিয়ে ছিলেন। বাসভবনের নিরাপত্তাকর্মীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে দুর্বৃত্তরা গুলি করতে করতে পালিয়ে যায়। পরে বালু ছিটিয়ে ও পানি দিয়ে আগুন নেভানো হয়। মাহবুবুল হক বাবুল চিশতি অভিযোগ করে বলেছেন, ময়মনসিংহ মহানগর যুবলীগের আহ্বায়ক শাহীনুর ইসলাম পরিকল্পিতভাবে তার লোকজন দিয়ে এ ঘটনা ঘটাতে পারে। এদিকে বাবুল চিশতির বাসভবনে পেট্রোলবোমা হামলার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকালে বকশীগঞ্জের মুক্তিযোদ্ধা, পেশাজীবী, জনপ্রতিনিধি ও শিক্ষকরা বিক্ষোভ মিছিল করেছেন। বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে তারা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন। বকশীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোঃ মশিউর রহমান জানান, পেট্রোলবোমা হামলার ঘটনার আলামত সংগ্রহ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
×