ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনা

ব্যবসায়ী ও শিশুসহ নিহত দশ

প্রকাশিত: ০৪:০৬, ১০ জানুয়ারি ২০১৮

ব্যবসায়ী ও শিশুসহ নিহত দশ

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় গাজীপুরে ব্যবসায়ী, রংপুরে হেলপারসহ দুই, মাদারীপুরে শিশু, নীলফামারীতে শিশুসহ দুই, নারায়ণগঞ্জে বৃদ্ধা, মৌলভীবাজারে শিশু, ঝালকাঠিতে ঠিকাদার, মাধবপুরে আরোহী নিহত হয়েছেন। মাগুরায় দুই বাসের সংঘর্ষে ১০ যাত্রী আহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের। গাজীপুর গাজীপুরে মঙ্গলবার দুই ট্রাকের সংঘর্ষে এক বালু ব্যবসায়ী নিহত হয়েছে। নিহতের নাম রুবেল মোল্লা (৩২)। সে গোপালগঞ্জের কাশিয়ানী থানার সিদ্দিক মোল্লার ছেলে। নাওজোর হাইওয়ে পুলিশ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সদর উপজেলার হোতাপাড়া এলাকায় মঙ্গলবার সকালে ময়মনসিংহগামী একটি বালুভর্তি ট্রাককে পেছন থেকে অপর একটি বালুভর্তি ট্রাক ধাক্কা দেয়। এতে পেছন থেকে ধাক্কা দেয়া ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকের আরোহী বালু ব্যবসায়ী রুবেল ঘটনাস্থলেই মারা যান। রংপুর মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায় দু’ বাসের মুখোমুখি সংঘর্ষে বাসের হেলপারসহ দু’জন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে এই দুর্ঘটনায় আরও ৭ জন আহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ এলাকার শাহ আমানত ফিলিং স্টেশন সংলগ্ন ঢাকা-রংপুর মহাসড়কে রংপুর থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী বসুন্ধরা পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় উভয় বাসের সাত জন আহত হয়। আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বাসযাত্রী নগরীর হাজিরহাট এলাকার হারুন-অর-রশীদ (৩৫) এবং বাসের হেলপার লাল মিয়াকে (৩০) মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। দুর্ঘটনার পর ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছলে সকাল সাড়ে ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। মাদারীপুর রাজৈর উপজেলা সদরে দ্রুতগামী মাহিন্দ্রের চাপায় আদরী (৬) নামের এক শিশু নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে রাজৈরের শানেরপাড়-শ্রীনদী আঞ্চলিক সড়কের কুঠিবাড়ী মোড় এলাকায়। জানা গেছে, নিহত শিশুটি তার মায়ের সঙ্গে ভ্যানে তার নানাবাড়ি যাচ্ছিল। এসময় আকস্মিক তার মায়ের গলার ওড়না ভ্যানের এক্সেলে পেঁচিয়ে শিশুটি ও তার মা রাস্তার উপর পড়ে যায়। এসময় শ্রীনদীগামী একটি মাহিন্দ্র এসে শিশুটিকে ধাক্কা দেয়। মারাত্মক আহতাবস্থায় শিশুটিকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আদরী রাজৈর উপজেলা সদরের মজুমদারকান্দি গ্রামের রাজ্জাক শেখের মেয়ে। নীলফামারী লরি ও ট্রাক্টরের চাপায় পৃথক ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছে। নিহতরা হলো কিশোরীগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের দোলাপাড়া গ্রামে নাজমুল হোসেন (১১) ও সৈয়দপুর রেলওয়ে কারখানার অবসরপ্রাপ্ত কর্মচারী তসলিম উদ্দিন(৬০)। জানা যায়, মঙ্গলবার সকালে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের আইসঢাল ডাক্তারপাড়া হতে বাইসাইকেল চালিয়ে শহরে আসছিল। বাস টার্মিনাল এলাকায় উত্তরা ইপিজেডের পণ্যবাহী মালিহা কন্টেনার ক্যারিয়ার সার্ভিসের একটি লরি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পুলিশ লরিটি জব্দ করলেও এর চালক-হেলপার আগেই পালিয়ে গেছে। অপরদিকে একই দিন সকালে নানার বাড়িতে বেড়াতে এসে জমিতে হাল চাষ দেখতে গিয়ে মাহিন্দ্রা ট্রাক্টরের লাঙ্গলের নিচে পরে শিশু নাজমুল হোসেন নিহত হয়। নারায়ণগঞ্জ জয়দেবপুর-মদনপুর (এশিয়ান হাইওয়ে সড়ক) মহাসড়কের সোনারগাঁ উপজেলার ললাটি এলাকায় একটি মাইক্রোবাসের ধাক্কায় রাশিদা খাতুন (৫৬) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে। কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়ূম আলী সরদার জানান, উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের সাদিপুর ইউপির ললাটি এলাকায় বৃদ্ধা রাশিদা খাতুন রাস্তা পার হচ্ছিল। এ সময় ঢাকাগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত রাশিদা খাতুন উপজেলার বাঘরী গ্রামের মৃত সিরাজুল ইসলামের স্ত্রী। মৌলভীবাজার ঢাকা-সিলেট মহা সড়কে মৌলভীবাজারগামী বাসের চাকায় স্পৃষ্ট হয়ে রেহান মিয়া (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির মা। রাস্তা পারাপারের সময় মৌলভীবাজার বাসস্ট্যান্ড এলাকায় সোমবার রাত ১১টার দিকে এ ঘটনাটি ঘটে। ঘটনার সময় উত্তেজিত জনতা বাসটিকে ভাংচুর চালায়। ঝালকাঠি সড়ক দুর্ঘটনায় ঠিকাদার আব্দুস সালাম নিহত হয়েছেন। সোমবার রাত ৯টার দিকে নলছিটি উপজেলার রায়াপুর এলাকায় মোটরসাইকেল-টমটম সংঘর্ষে গুরুতর আহত হন ঠিকাদার সালাম ও তার সহযাত্রী পল্লী বিদ্যুত সমিতির সভাপতি জালাল আহম্মেদ। গুরুতর আহতাবস্থায় তাদের বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে ঠিকাদার সালাম মারা যান। জালাল আহমেদ রাজু শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সুরমা চা বাগানের কোম্পানিবাংলা স্থানে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ছাতিয়াইন উপস্বাস্থ্য কেন্দ্রের কর্মচারী আব্দুল কাইয়ূম (৩৮) নিহত হয়েছেন। তিনি চুনারুঘাট উপজেলার বাঘমারা গ্রামের আব্দুল হামিদের ছেলে। পথচারীরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাগুরা মাগুরা-শ্রীপুর সড়কের মাগুরা সদর উপজেলার আমতলায় সোমবার রাতে সড়ক দুর্ঘটনায় ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে ছয়জনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, মাগুরা-শ্রীপুর সড়কের মাগুরা সদর উপজেলার আমতলায় দুটি যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে। ফলে ১০ জন আহত হয়।
×