ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বার্সিলোনায় এসে উচ্ছ্বসিত ফিলিপ কুটিনহো

প্রকাশিত: ০৬:৫১, ৯ জানুয়ারি ২০১৮

বার্সিলোনায় এসে উচ্ছ্বসিত ফিলিপ কুটিনহো

স্পোর্টস রিপোর্টার ॥ ছিল স্বপ্ন, পূরণও হয়েছে। স্বপ্নের ক্লাব বার্সিলোনায় এসে তাই উচ্ছ্বসিত ব্রাজিলিয়ান সুপারস্টার ফিলিপ কুটিনহো। অনেকদিনের জল্পনা কল্পনার অবসান শেষে সদ্যই ইংলিশ ক্লাব লিভারপুল ছেড়ে স্প্যানিশ পরাশক্তি বার্সায় এসেছেন ২৫ বছর বয়সী এ্যাটাকিং মিডফিল্ডার। সোমবার বার্সার সঙ্গে অফিসিয়াল চুক্তিও হয়ে গেছে। চুক্তিতে স্বাক্ষর করেছেন কুটিনহো ও বার্সা প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্টোমেউ। এর আগেই অবশ্য প্রিয় ক্লাবের দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয়েছে। রবিবার রাতে নুক্যাম্পে লা লিগার ম্যাচে লেভান্তের বিরুদ্ধে খেলে বার্সা। ম্যাচটির আগে কুটিনহোকে সমর্থকদের সামনে পরিচয় করিয়ে দেয়া হয়েছে। তবে দারুণ এই খবরের মধ্যেও মন্দ খবর হচ্ছে, প্রিয় ক্লাবের হয়ে অভিষেকটা বিলম্বিত হচ্ছে। কেননা পুরনো থাই ইনজুরি থেকে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি সময়ের অন্যতম সেরা এই তারকা। যে কারণে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। আগামী ২৮ জানুয়ারি নুক্যাম্পে লা লিগার ম্যাচে আলাভেসের বিরুদ্ধে বার্সার হয়ে অভিষেক হতে পারে কুটিনহোর। বার্সিলোনায় আসা নিয়ে টুইটারে একটি ভিডিও বার্তায় কুটিনহো বলেন, হাই, বার্সাভক্তরা। আমি এরই মধ্যে এখানে, একটা স্বপ্ন সত্যি হলো। আশাকরি, আপনাদের সঙ্গে দেখা হবে। এরপর বার্সা টিভিতে একান্ত সাক্ষাতকারও দিয়েছেন। সেখানে কুটিনহো বলেন, এটা জানতে পারাটা অবিশ্বাস্য যে, আমি আইডলদের সঙ্গে। অনেক ইতিহাস আছে এমন সব খেলোয়াড়ের সঙ্গে থাকতে যাচ্ছি। এখানে লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, আন্দ্রেস ইনিয়েস্তা, জেরার্ড পিকেদের মতো খেলোয়াড়রা আছেন। আমি তাদের সঙ্গে খেলব, এটা জেনে আমি খুবই খুশি। আশাকরি আমি শিখতে পারব, তাদের সঙ্গে থাকতে পারব এবং একসঙ্গে জিততে পারব। তিনি আরও বলেন, আমি খুব বেশি সুখী। সবসময়ই বলে এসেছি, এটা ছিল আমার লালন করা স্বপ্ন। অবশেষে সেই স্বপ্ন পূরণ করতে পেরেছি। এই ক্লাবের হয়ে খেলতে, অসংখ্য শিরোপা জিততে, সমর্থকদের খুশি করতে, সবসময়ই আনন্দ নিয়ে খেলতে। ভেবেই রোমাঞ্চ হচ্ছি, আমি এত এত আদর্শ খেলোয়াড়দের সঙ্গে খেলব। নতুন ক্লাবে এসে দলের সেরা তারকা লিওনেল মেসির প্রশংসা করতেও ভুল করেননি। ছাপ জানিয়ে দিয়েছেন, মেসিই সর্বকালের সেরা খেলোয়াড়। কুটিনহোকে বার্সিলোনায় নিয়ে আসার পেছনে বড় ভূমিকা বার্সা কোচ আর্নেস্টো ভালভার্দের। তিনি বলেন, কুটিনহো আমাদের দলে অনেক কিছু যোগ করবে। ও গোল করতে পারে, করাতে পারে। ভেতরের দিকে খেলতে পারে, বাইরেও খেলতে পারে। লিভারপুল আর ব্রাজিল জাতীয় দলে ওকে আমি অনেক জায়গায় খেলতে দেখেছি। অবশেষে ও আমাদের দলে। এটা আমাদের সাহায্য করবে বলে আশাকরি। ওকে অনুশীলনে কমপক্ষে একদিন দেখে আমরা বোঝার চেষ্টা করব ও কি অবস্থায় আছে। নতুন ক্লাবে সুয়ারেজের সাহায্যটাই আপাতত বেশি কাজে দেবে কুটিনহোর। কারণ সুয়ারেজও লিভারপুল থেকে ন্যুক্যাম্পে এসেছেন। লিভারপুলে দুজনে একসঙ্গে দেড় বছর খেলেছেন। এ কারণে বার্সিলোনায় কুটিনহোর জন্য বাড়িও দেখে দিয়েছেন সুয়ারেজ। মেসি-সুয়ারেজের বাড়ির পাশেই বাড়ি নিয়েছেন। এবার মাঠের লড়াইয়েও জুটিবদ্ধ হওয়ার পালা। সুয়ারেজ বলেন, ক্লাব বদল সবসময়ই কঠিন। মানিয়ে নিতে হয়। আমাদের চেষ্টা করতে হবে ও যেন সবকিছুতে স্বস্তি বোধ করে। ও যেমন খেলোয়াড়, দ্রুতই মানিয়ে নেবে আশাকরি।
×