ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কার্যক্রম উদ্বোধন করলেন মেয়র

বর্ষার আগেই ৫৭ খাল থেকে আবর্জনা অপসারণ করবে চসিক

প্রকাশিত: ০৪:২৮, ৮ জানুয়ারি ২০১৮

বর্ষার আগেই ৫৭ খাল থেকে আবর্জনা অপসারণ করবে চসিক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরবাসীকে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি দিতে আগামী বর্ষা মৌসুমের আগেই ৫৭টি খাল থেকে মাটি ও আবর্জনা অপসারণ করবে সিটি কর্পোরেশন। রবিবার সকালে চাক্তাই খালের বহদ্দারহাট অংশ থেকে মাটি উত্তোলনের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। পরে তিনি প্রায় ৩ কিলোমিটার এলাকার বাস্তব অবস্থা সরেজমিনে প্রত্যক্ষ করেন। চসিক মেয়র বলেন, কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে সম্ভাব্য ১০ কোটি টাকা ব্যয়ে খালগুলোর নাব্য বৃদ্ধি, সংস্কার, মাটি ও আবর্জনা উত্তোলন কার্যক্রম পরিচালিত হবে। বর্ষা মৌসুম শুরুর আগে মার্চ মাস পর্যন্ত কার্যক্রম চলমান থাকবে। গত বছরও খাল খনন খাতে প্রায় ৭ কোটি টাকার বাজেট নির্ধারিত ছিল। নগরবাসীর সচেতনতা কামনা করে তিনি বলেন, জনসাধারণকে খাল, নালা-নর্দমা বা যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করতে হবে এবং এ বিষয়ে তাদের সচেতনতা বাড়াতে হবে। মেয়র এ ব্যাপারে জনসচেতনতা সৃষ্টি করতে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সকল মহলকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান। তিনি বলেন, নাগরিক সচেতনতা ছাড়া সিটি কর্পোরেশন ও সরকারের পক্ষে কখনোই জলাবদ্ধতা নিরসন করা সম্ভবপর হবে না। তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, গত বছরও একই কার্যক্রম পরিচালনার পরও চাক্তাই খালের বর্তমান অবস্থা প্রায় একই। জনগণ অসচেতনভাবে সমস্ত ময়লা বর্জ্য নালা, নর্দমা আর খালগুলোতে ফেলছে। তার ওপর রয়েছে পাহাড়ী সিলটেশন। পাহাড় ক্ষয় হয়ে বালিগুলো এসে খালে পড়ছে। নালা নর্দমার বর্জ্য এসে পড়ছে খালগুলোতে। ফলে বছর যেতে না যেতেই খননকৃত খাল আবার ভরাট হয়ে যাচ্ছে। সরকার বা সিটি কর্পোরেশনের বাজেট তো সীমিত। জনগণকে এ বিষয়টি উপলব্ধি করতে হবে। কার্যক্রম উদ্বোধনকালে উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এম আশরাফুল আলম, চসিক প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু ছালেহ, আনোয়ার হোসাইন, নির্বাহী প্রকৌশলী সুদীপ বসাক, মোঃ ফরহাদুল আলম, জনসংযোগ কর্মকর্তা মোঃ আবদুর রহিম এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ওয়ার্ডভিত্তিক বকেয়া করের তালিকা ॥ রাজস্ব আদায়ে গতিশীলতা আনতে ১৯ মন্ত্রণালয়ের অধীন ৫৭টি প্রতিষ্ঠানের সঙ্গে রবিবার বৈঠক করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিনের সভাপতিত্বে এ বৈঠকে উপস্থিত ছিলেন কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সামসুদ্দোহা, প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, প্রধান শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিন, প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমদ, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জালাল উদ্দিন আহমেদ, অধ্যক্ষ ডাঃ সেলিম জাহাঙ্গীর এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, পরিবেশ ও বন মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়, মহিলা ও শিশু কিশোর মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা।
×