ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

নওগাঁয় জুয়া বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: ০৪:২৬, ৮ জানুয়ারি ২০১৮

নওগাঁয় জুয়া বন্ধের দাবিতে বিক্ষোভ  সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৭ জানুয়ারি ॥ নওগাঁ শহরের বরুণকান্দিতে চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত শিল্প ও বাণিজ্য মেলায় ‘স্বপ্ন ছোঁয়া র‌্যাফেল ড্র’ নামে বিশেষ জুয়া ফের শুরু হয়েছে। এই র‌্যাফেল ড্র বন্ধের দাবিতে রবিবার বিকেলে শহরের ব্রিজের মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মেলায় লটারির নামে জুয়া বন্ধ করা না হলে পরবর্তীতে ডিসি অফিস ঘেরাও করার আল্টিমেটাম দিয়েছে নেতৃবৃন্দ। নওগাঁ পৌর আওয়ামী লীগ আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মোফাজ্জল হোসেন মন্টু। সমাবেশে বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সহ-সভাপতি নাজমুল হক মন্টু, শহীদুর রহমান শহীদ, যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান বাবলু ও ৯টি ওয়ার্ডের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, এই জুয়া বন্ধের দাবিতে নওগাঁ পৌর আওয়ামী লীগ ইতোপূর্বে ডিসিকে স্মারকলিপি, সংবাদ সম্মেলন এবং গত ৩১ ডিসেম্বর প্রতিবাদসভা করে। ওই রাত থেকেই মেলায় লটারির নামে জুয়া বন্ধ রাখা হয়। কয়দিন বন্ধ থাকার পর হঠাৎ করে ৫ জানুয়ারি মেলায় ফের লটারি শুরু করা হয়। কোন শক্তির অদৃশ্য ইশারায় মেলায় ফের লটারির নামে জুয়া শুরু করা হলো, তা প্রশাসনের কাছে প্রশ্ন রাখেন তারা।
×