ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পপুলার এ্যাওয়ার্ড জিতলেন মাশরাফি মর্তুজা

কুল-বিএসপিএ বর্ষসেরা ক্রীড়াবিদ সাকিব আল হাসান

প্রকাশিত: ০৬:৪৭, ৭ জানুয়ারি ২০১৮

কুল-বিএসপিএ বর্ষসেরা ক্রীড়াবিদ সাকিব আল হাসান

স্পোর্টস রিপোর্টার ॥ দেশের ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়া লেখকদের পুরনো সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস এ্যাসোসিয়েশন (বিএসপিএ) যা বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি নামে সুপরিচিত। ১৯৬২ সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হবার দুই বছর পর অর্থাৎ ১৯৬৪ সাল থেকে সেরা ক্রীড়াবিদ ও ক্রীড়া সংশ্লিষ্টদের পুরস্কৃত করার ধারা চালু করেছিল। গত অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে কয়েক ’শ ব্যক্তি, সংস্থা, প্রতিষ্ঠান পেয়েছে মর্যাদার এই পুরস্কার। তারই ধারাবাহিকতায় শনিবার রাজধানীর একটি পাঁচতারা হোটেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ২০১৭ সালের সেরাদের পুরস্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এবারের বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার পেয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। জুরিদের রায়ে তিনি পেছনে ফেলেন শূটার অর্ণব সারার লাদিফ এবং ফুটবলার জাফর ইকবালকে। পপুলার চয়েজ এ্যাওয়ার্ড লাভ করেছেন অপর জনপ্রিয় ক্রিকেটার ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত মাশরাফি মর্তুজা। তিনি ভোটভুটিতে হারিয়ে দেন সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ (ক্রিকেট) এবং জাফর ইকবালকে। ‘ট্রেবল’ জিততে না পারলে ‘ডাবল’ ঠিকই জিতেছেন সাকিব। তিনিই হয়েছেন বর্ষসেরা ক্রিকেটার। এছাড়া বর্ষসেরার অন্য খেলাগুলোতে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ফুটবলার জাফর ইকবাল, দাবাড়ু এনামুল হোসেন রাজীব, টেবিল টেনিস খেলোয়াড় সোনম সুলতানা সোমা, শূটার অর্ণব সারার লাদিফ, সাঁতারু জোনায়না আহমেদ, উদীয়মান এ্যাথলেট জহির রায়হান, কোচ সালাউদ্দিন (ক্রিকেট), সংগঠক মাহফুজা আক্তার কিরণ (ফুটবল), তৃণমূলের ক্রীড়াব্যক্তিত্ব মফিজউদ্দিন (ফুটবল), স্পন্সর রবি, বিশেষ সম্মাননা আব্দুস সালাম মুর্শেদী ও বাদল রায় (ফুটবল)। ৪ জানুয়ারি পর্যন্ত বিএসপিএ’র ওয়েবসাইট বিএসপিএ ডটকম ডট বিডিতে গিয়ে ভোট দিয়েছেন ক্রীড়াপ্রেমীরা। প্রতিদিন ভোটদাতাদের মধ্য থেকে বাছাই করা হয় বিজয়ী। বিজয়ীর জন্য পুরস্কার হিসেবে ছিল ক্রিকেটারদের অটোগ্রাফ দেয়া ব্যাট, স্কয়ারের গিফট হ্যাম্পার ও কুল-বিএসপিএ স্পোর্টস এ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেয়ার সুযোগ। জাফর ইকবালের হাতে পুরস্কার তুলে দেন বাফুফের সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন। সোনমের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় দলের সাবেক ফুটবলার আশরাফউদ্দিন আহমেদ চুন্নু। রাজীবের হাতে পুরস্কার তুলে দেন ‘দাবার রানী’ খ্যাত রানী হামিদ এবং উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ। জাপানে এয়ারগান শূটিংয়ে যব ক্যাটাগরিতে রৌপ্যপদক জিতে আগামী যুব অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জনকারী অর্ণবের হাতে পুরস্কার তুলে দেন ১৯৯০ কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জেতা আতিকুর রহমান। টেস্ট এবং টি২০’র এক নম্বর অলরাউন্ডার সাকিবের হাতে পুরস্কার তুলে দেন কিংবদন্তি ক্রিকেটার রকিবুল হাসান। সাকিব বলেন, ‘এই পুরস্কার প্রাপ্তি আমাকে আগামীতে আরও ভাল খেলতে অনুপ্রেরণা জোগাবে।’ গত অক্টোবরে জাতীয় জুনিয়র সাঁতার চ্যাম্পিয়নশিপে সেরা সাঁতারের পুরস্কার পাওয়া লন্ডন প্রবাসী জোনায়না আহমেদ অনুপস্থিত থাকায় তার পরিবর্তে পুরস্কারটি গ্রহণ করেন তার চাচা। গত বছর কেনিয়াতে বিশ্ব এ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে ৪০০ মিটার দৌড়ে অংশ নিয়ে সেমিফাইনালে যাওয়ার কৃতিত্ব দেখানো জহিরের হাতে পুরস্কার তুলে দেন সবচেয়ে বেশি জাতীয় পর্যায়ে সাতবার দ্রুততম মানবের খেতাব জেতা মোশাররফ হোসেন শামীম এবং প্রখ্যাত এ্যাথলেট সাইদ-উর-রব। বর্ষসেরা কোচের (ক্রিকেট) পুরস্কার পাওয়া মোহাম্মদ সালাউদ্দিনের হাতে পুরস্কার তুলে দেন ক্রিকেট ব্যক্তিত্ব জালাল আহমেদ চৌধুরী এবং ক্রীড়া সংগঠক রাইস উদ্দিন আহমেদ। দেশের নারী ফুটবল আজ ঈর্ষণীয় অবস্থানে। জাতীয় দলসহ বিভিন্ন বয়সভিত্তিক যত জাতীয় দল আছে, সেগুলোর বেশিরভাগ ফুটবলারই এসেছে ময়মনসিংহের ধোবাউড়ার কলসিন্দুর থেকে। আর ফুটবলারদের যিনি আবিষ্কার করে তৈরি করেছিলেন, সেই মফিজ উদ্দিন পেয়েছেন তৃণমূলের সেরা ক্রীড়াব্যক্তিত্বের পুরস্কার। তিনি বলেন, ‘ধন্যবাদ বিএসপিএকে। কিরণের হাতে পুরস্কার তুলে দেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল এবং হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেক। কিরণ বলেন, ‘আমার এই অর্জন সোনার মেয়েদের জন্য। এই পুরস্কার পাওয়ার জন্য অবদান আছে বাফুফে সভাপতি সালাউদ্দিনের। পুরস্কারটি আমি উৎসর্গ করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।’
×