ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীতে বাসের ধাক্কায় বিজিবি সদস্যসহ দুজন নিহত

প্রকাশিত: ০৬:২১, ৭ জানুয়ারি ২০১৮

রাজধানীতে বাসের ধাক্কায় বিজিবি সদস্যসহ দুজন নিহত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে পৃর্থকস্থানে বাসের ধাক্কায় এক বিজিবি সদস্যসহ দু’জন নিহত হয়েছে। রাজধানীর তেজগাঁওয়ের বিজয় সরণীর উড়োজাহাজ ক্রসিংয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রূপন ডিআইও (৪৫) নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। তিনি হচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি’র) ল্যান্সনায়েক। তার পরিচয়পত্র নম্বর-৫৮৩৬৪। বিজিবি সদর দফতরে মোটর মেকানিক শাখায় তিনি কর্মরত ছিলেন। এদিকে শনিবার বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান। তেজগাঁও থানার উপ-পরিদর্শক মোঃ শাহজাহান জানান, শনিবার সকালে মিরপুর থেকে ফার্মগেটগামী বিহঙ্গ পরিবহনের একটি বাস বিজয় সরণী মোড়ে তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী রূপম রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সকাল ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে শুক্রবার রাতে রাজধানীর ডেমরায় সাদ্দাম মার্কেট এলাকায় এক বেপোরোয়া গতির যাত্রাবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাবার হোটেলে ঢুকে পড়ে। এতে সেখানে থাকা রাসেল (২৩) নামে এক টাইলস মিস্ত্রীর মৃত্যু হয়েছে। নিহতের বাবার নাম মিলন মিয়া। গ্রামের বাড়ি নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার নবগ্রাম। শনিবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের ফুফাতো ভাই ইউসুফ আলী জানান, রাসেল ডেমরার সাদ্দাম মার্কেট এলাকায় থাকেন।
×