ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাগদানের আংটি কিনতে ডাকাতি

প্রকাশিত: ০৬:০৪, ৭ জানুয়ারি ২০১৮

বাগদানের আংটি কিনতে ডাকাতি

পৃথিবীর বিভিন্ন দেশে বিয়ে করার আগে বাগদত্তাকে আংটি উপহার দেয়ার রেওয়াজ আছে। সবাই চায় নিজের বাগদত্তাকে একটা ভাল আংটি উপহার দিতে। কারণ, এটা বিয়ের সবচেয়ে ভাল স্মৃতি হিসেবে টিকে থাকে। কিন্তু একটি আংটি কিনতে যে পরিমাণ টাকা দরকার, তা অনেকের সামর্থে কুলায় না। নিজের সম্বল নাই বলে আংটি কিনব না, তা হতে পারে না। যুক্তরাষ্ট্রের ওয়াইয়ো অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় এক লোক বাগদানের আংটির টাকা জোগার করতে ব্যাংক ডাকাতি করেছেন। হ্যামিলটন-মিডলটাউন জার্নাল নিউজ জানায়, ৩৬ বছর বয়সী ডাস্টিন পেডারসনের বিরুদ্ধে ব্যাংক ডাকাতির অভিযোগ আনা হয়েছে। ডাকাতির ঘণ্টাখানেকের মধ্যে তিনি সাড়ের চার হাজার ডলার খরচ করে একটি আংটি কিনে পরের দিন বাগদত্তাকে উপহার দেন। বুধবার গোয়েন্দা পুলিশ আদালতকে জানায়, ডাস্টিন মোট আশি হাজার আট শ’ ডলার লুট করা করেছে। ডাকাতির ছয়দিনের মাথায় ব্যাংক থেকে লুট করে নেয়া একটা হ্যাট পরে রাস্তায় বের হওয়ার পর তাকে সন্দেহ করা হয়। তবে ডাস্টিন আদালতের ডাকাতির কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, ডাকাতির ঘটনায় জড়িত কারও সঙ্গে তার চেহারার মিল থাকতে পারে। তবে এ বিষয়ে কথা বলতে এটর্নিকে ফোন দেয়া হলে তাকে পাওয়া যায়নি। -ইয়াহু নিউজ
×