ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাগুরায় বধ্যভূমি ধ্বংস হতে চলেছে

প্রকাশিত: ০৬:৪৪, ৬ জানুয়ারি ২০১৮

মাগুরায় বধ্যভূমি ধ্বংস হতে চলেছে

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ৫ জানুয়ারি ॥ মাগুরায় সংরক্ষণের অভাবে বধ্যভূমিগুলো ধ্বংস হতে চলেছে। অথচ এগুলো রক্ষায় কর্তৃপক্ষের কোন উদ্যোগ নেই। জানা গেছে, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাকবাহিনী ও তাদের দোসর রাজাকার, আলবদর, আরসামসরা মাগুরা শহরে পিটিআই, ঢাকারোড ব্যারেজ ও পারনান্দুয়ালী ক্যানেলে শত শত মানুষকে হত্যা করে মাটিতে পুঁতে রাখত ও নদীতে ভাসিয়ে দিত। এই বদ্ধভুমিগুলো সংরক্ষণের অভাবে ধ্বংস হতে চলেছে। শহরের পিটিআইতে ছিল পাকবাহিনীর ক্যাম্প। এখানে জেলার বিভিন্নস্থান থেকে সাধারণ মানুষ ও মুক্তিযোদ্ধাদের ধরে এনে নির্মম নির্যাতনের পর হত্যা করে গণকবর দেয়া হতো। গণকবরগুলো সংরক্ষণ করা হয়নি। এখানে নির্মিত হয়েছে নতুন নতুন ভবন। নতুন ভবন নির্মাণ হওয়ায় গণকবরগুলো ধ্বংস হয়ে গেছে। এখানে পিটিআইয়ের প্রবেশ পথে শুধু একটি ফলক রয়েছে। ঢাকারোড ব্যারাজ ও পারনান্দুয়ালী ক্যানেলে ১৩শ’ মানুষকে হত্যা করে ভাসিয়ে দেয়া হয়েছিল। নতুন প্রজন্মের অনেকেই জানেন না এটা বধ্যভূমি। নেই কোন ফলক। বোঝার কোন উপায় নেই এটা ’৭১-এর বদ্ধভূমি ছিল। মাগুরাবাসী ও জেলার মুক্তিযোদ্ধাদের দাবি গণকবরগুলো সংরক্ষণের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক। মাগুরা জলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার-১ এস এম আবদুর রহমান জানান, ঢাকারোড ব্যারাজ ও পারনান্দুয়ালী ক্যানেলে ১৩শ’ মানুষকে হত্যা করে ভাসিয়ে দেয়া হয়। জেলার বধ্যভূমি ও গণকবরগুলো সংরক্ষণ করা হয়নি।
×