ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বাতাস পেতে...

প্রকাশিত: ০৫:১৩, ৬ জানুয়ারি ২০১৮

বাতাস পেতে...

যাত্রীদের বের করার প্রক্রিয়ার জন্য অপেক্ষায় ছিল স্পেনের স্বল্প খরচের বিমান সংস্থা রায়নারের ফ্লাইট এফআর ৮১৬৪। যাত্রীরাও ছিলেন অপেক্ষায়। তবে যাত্রীদের মধ্যে এক ভদ্রলোকের ভাল বোধ হচ্ছিল না। দাঁড়িয়ে থাকা বদ্ধ বিমানে শ্বাসকষ্ট হওয়ায় জরুরী অবস্থায় বের হওয়ার জন্য জানালা দিয়ে বাইরে চলে যান তিনি। আর বের হয়েই বাতাসের আশায় বিমানের ডানায় বসে পড়েন সেই যাত্রী। অবশ্য বাতাস খেতে বিমানের ডানায় বসলে কি হবে। পুলিশ দ্রুতই তাকে আটক করে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে দক্ষিণ স্পেনের বন্দর শহর মালাগায়। লন্ডনের স্ট্যানস্টেড থেকে মালাগাগামী বিমানটি গন্তব্যে পৌঁছালেও যাত্রীদের বের করার প্রক্রিয়ায় দেরি করছিল বিমানবন্দর কর্তৃপক্ষ। ফলে মালাগায় অবতরণের পরও প্রায় ৩০ মিনিট টারম্যাকেই অপেক্ষায় থাকে বিমানটি। এমনিতেও সেদিন স্থানীয় সময় সন্ধ্যা ৭টার বদলে রাত ৮টায় ছাড়ে বিমান। ফলে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে দেরি হয়ে যায়। তার উপরে যাত্রীদের বিমান থেকে বের করার প্রক্রিয়ায় দেরি হওয়ায় অসহিষ্ণু হয়ে পড়েছিলেন যাত্রীরা। সেই বিমানেই বাড়ি ফিরছিলেন পোল্যান্ডের নাগরিক ৫৭ বছর বয়সী ভিক্টর। তিনি মালাগারই বাসিন্দা। বিমানবন্দরে পৌঁছানোর পরও যাত্রীদের আরও অপেক্ষা করতে বলায় হাঁপানি রোগী ভিক্টর অস্থির হয়ে ওঠেন। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি যে আর অপেক্ষা করতে পারছিলেন না তা বিমানকর্মীদের জানিয়েও দেন। এরপরই হঠাৎই ভিক্টর এমার্জেন্সি জানলা খুলে বেরিয়ে বিমানের ডানায় বসে পড়েন। বিমানবন্দরের কর্মীরা তাকে আসনে ফিরে যেতে বলে। জবাবে নির্দেশ অগ্রাহ্য করে ভিক্টর জানান, তার বাতাসের প্রয়োজন। এরপর বাধ্য হয়েই পুলিশে খবর দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। পুলিশ ভিক্টরকে আটক করে। -দি টেলিগ্রাফ
×