ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে দুই সাক্ষীর বিরুদ্ধে পরোয়ানা

প্রকাশিত: ০৬:০২, ৪ জানুয়ারি ২০১৮

দিনাজপুরে দুই সাক্ষীর বিরুদ্ধে পরোয়ানা

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ চাঞ্চল্যকর ইতালি নাগরিক ফাদার পিয়েরো পারোলারী হত্যা চেষ্টা মামলায় দুই সাক্ষীকে আগামী ১৮ জানুয়ারি সাক্ষ্য দেয়ার জন্য আদালতে হাজির করতে বিচারক গ্রেফতারি পরোয়ানার আদেশ প্রদান করেন। আদালতের একটি সূত্রে প্রকাশ, বুধবার এই মামলার বিচারের জন্য দিনাজপুরের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দিন ধার্য ছিল। অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিশ্বনাথ ম-ল ছুটিতে থাকায় তার দায়িত্বে নিয়োজিত সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ লুৎফর রহমান আদালতের বিচার কার্যক্রম পরিচালনা করেন। গত ধার্য তারিখ ১৩ ডিসেম্বর মামলার এজাহারকারী দিনাজপুর কসবা মিশনের ফাদার ইনচার্জ সিলাস কুজুর, সাক্ষী দিাজপুর শহরের মির্জাপুর এলাকার গসাই দেওয়ানের পুত্র নুর ইসলাম (৬৫) ও একই এলাকার গজন সাহার পুত্র রঞ্জিত সাহার (৫০) সাক্ষ্য গ্রহণ করা হয়। মামলার ভিক্টিম ধর্মযাজক পুরোহিত ডাঃ পিয়েরো পারোলারী ও সদর উপজেলার খামার কাচাই গ্রামের আব্দুর রহিমের স্ত্রী আমিনা বেগমকে সাক্ষ্য দেয়ার জন্য সমনজারি করা হয়। বুধবার মামলার ধার্য তারিখে ওই ২ সাক্ষী আদালতে হাজির না হওয়ায় তাদের আগামী ১৮ জানুয়ারি আদালতে সাক্ষ্য দেয়ার জন্য হাজির করতে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
×