ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ইউপিডিএফের সংগঠককে গুলি করে হত্যা

প্রকাশিত: ০৫:৪৪, ৪ জানুয়ারি ২০১৮

ইউপিডিএফের সংগঠককে গুলি করে হত্যা

পার্বত্যাঞ্চল ও খাগড়াছড়ি প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ খাগড়াছড়িতে প্রসিত খীসার নেতৃত্বাধীন পাহাড়ী আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) অন্যতম সংগঠক মিঠুন চাকমাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বুধবার বেলা সোয়া ১২টার দিকে খাগড়াছড়ি জেলা শহরের স্লুইস গেট এলাকায় প্রতিপক্ষের গুলিতে খুন হন তিনি। নিহতের পরিবারিক সূত্রে জানা গেছে, সকালে মামলার হাজিরা দিতে আদালতে যান মিঠুন চাকমা। আদালত থেকে ফিরে শহরের গোলাবাড়ি এলাকার বাসার গেটের সামনে তার অপর ছোট ভাইয়ের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন মিঠুন। এ সময় দুটি মোটরসাইকেলে আসা অস্ত্রধারীরা জোরপূর্বক মিঠুন চাকমাকে তুলে নিয়ে যায়। ভাইকে বাঁচানোর জন্য অস্ত্রধারীদের পেছনে ছুটতে থাকে ছোট ভাই। পরে ঘটনাস্থল থেকে কিছুদূরে নিয়ে গিয়ে তাকে গুলি করে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোঃ আব্দুল হান্নান জানান, দুটি পাহাড়ী আঞ্চলিক সংগঠনের মধ্যে গোলাগুলির সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় মিঠুন চাকমাকে উদ্ধার করা হয়। পরে হাসাপাতালে আনার পথে মৃত্যু হয় তার। প্রতিষ্ঠার দীর্ঘ ১৯ বছর পর গত ১৫ নবেম্বর দু’ভাগে বিভক্ত হয় পার্বত্য চট্টগ্রামের প্রভাবশালী পাহাড়ী আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ। বিভক্তির পর সংগঠনটির কোন নেতাকর্মী প্রথম হত্যাকা-ের শিকার হলেন।
×