ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অটোর মেয়াদ বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ০৪:২২, ৪ জানুয়ারি ২০১৮

অটোর মেয়াদ বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার ॥ বিভিন্ন মহলের আপত্তির মুখে অটোরিক্সার মেয়াদ তিন মাস বাড়ানোর প্রতিবাদে রাজধানীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করেছে শ্রমিক সংগঠনগুলো। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করবেন পরিষদের যুগ্ম- আহ্বায়ক ওমর ফারুক চৌধুরী। পরিচালনা করেন ঐক্য পরিষদের সদস্য সচিব সাখাওয়াত হোসেন দুলাল। বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা ঐক্য পরিষদের সদস্য সচিব ফারুক হোসেন, যুগ্ম-আহ্বায়ক মোঃ শাহাজাহান, রফিকুল ইসলাম, কামাল আহমেদ, সাইফুর রহমান নুর মোর্শেদ, সোনা মিয়া, সাগর খান, মিজান, জাকির হোসেন, শেখ মাসুদ, বাবুল মিয়া, কামাল হোসেন, গিয়াস উদ্দিন, শহীদুল ইসলাম প্রমুখ। সমাবেশে বক্তারা মেয়াদোত্তীর্ণ প্রাণঘাতি অটোরিক্সার মেয়াদ বৃদ্ধির তীব্র নিন্দা জানান। অটোরিক্সা শ্রমিকদের ধারাবাহিক আন্দোলন চলাকালীন সময়ে শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে কোনরূপ যোগাযোগ না করে ৩ মাস মেয়াদ বৃদ্ধি শ্রমিকদের সঙ্গে প্রতারণা করা ছাড়া আর কিছুই নয় বলেও মন্তব্য করেন তারা। বক্তারা মন্ত্রণালয়ের এ ধরনের হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে নিন্দা জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহার করার দাবি জানান। অন্যদিকে ঢাকা মহানগরীর চালকদের নামে বরাদ্দকৃত ৫ হাজার গাড়ি, চট্টগ্রাম মহানগরীতে চালকদের নামে ৪ হাজার গাড়ি অতি দ্রুত বিতরণসহ চালকদের ৮ দফা দাবি পূরণের জন্য সরকারের নিকট জোর দাবি জানান।
×