ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপীলের শুনানি শুরু

প্রকাশিত: ০৪:২১, ৪ জানুয়ারি ২০১৮

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপীলের শুনানি শুরু

স্টাফ রিপোর্টার ॥ নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপীলের (আপীলের অনুমতি চেয়ে করা আবেদন) শুনানি শুরু হয়েছে। পরবর্তী শুনানির জন্য মঙ্গলবার দিন নির্ধারণ করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মোঃ আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে পাঁচ বিচারপতির আপীল বেঞ্চে বুধবার এ আদেশ প্রদান করেছেন। আদালতে রাষ্ট্রপক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম. আমির-উল ইসলাম। রাষ্ট্রপক্ষে উপস্থিত আছেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি এ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার হাসান এম এস আজিম। শুনানির শুরুতে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালতের সাজা দেয়া প্রসঙ্গে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোঃ আবদুল ওয়াহ্হাব মিঞা বলেন, পুলিশ থাকতে পারবে না, জেল-জরিমানা দিয়ে দেবেন। সাধারণ মানুষের কথা কী বলব, আমার নিজেরই ভয় লাগে। বিনা কারণে কোন নাগরিক একদিন জেলে রাখাও সংবিধান সমর্থন করে না। শুনানির এক পর্যায়ে ব্যারিস্টার এম. আমির-উল ইসলামের কাছে আদালত জানতে চান, নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কাউকে সাজা দেন, তাহলে সেই অর্ডারটা এক্সিকিউটিভ অর্ডার না জুডিশিয়াল অর্ডার হবে? পরে আদালত আধা ঘণ্টার জন্য বিরতিতে যান। এর আগে চলতি বছরের ১১ জুন নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সংক্রান্ত ২০০৯ সালের আইনের ১৪টি ধারা ও উপধারা অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করেন হাইকোর্ট। একই সঙ্গে এই আইনে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অবৈধ ঘোষণাও করা হয়। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশিষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। পরে রাষ্ট্রপক্ষের কয়েক দফা আবেদনের পরিপ্রেক্ষিতে রায়ের কার্যকারিতা স্থগিত রাখেন আপীল বিভাগ।
×