ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৯৩ শতাংশ

প্রকাশিত: ০৪:১০, ৩ জানুয়ারি ২০১৮

মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে  ৫ দশমিক ৯৩ শতাংশ

স্টাফ রিপোর্টার ॥ অর্থবছরের শুরু থেকে মূল্যস্ফীতির ‘উষ্ণতা’ বেড়েছে ধারাবাহিকভাবে। তাপমাত্রা কমে প্রকৃতিতে এখন পুরোদস্তুর শীতকাল। তবে মূল্যস্ফীতিতে এর প্রভাব সামান্যই। মূল্যস্ফীতির ‘তাপ’ বাড়ছেই। চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৫ দশমিক ৯৩ শতাংশ, যা প্রথম প্রান্তিকের তুলনায় বেশি। অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) গড় মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৮৬ শতাংশ। পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতেও মূল্যস্ফীতির হার গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। গত অর্থবছরের একই সময়ে মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৩২ শতাংশ। মঙ্গলবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে একনেক পরবর্তী ব্রিফিংয়ে এসব তথ্য দেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রস্তুত করে। মন্ত্রী জানান, মাসিক ভিত্তিতে মূল্যস্ফীতি হয়েছে অক্টোবরে ৬ দশমিক শূন্য ৪ শতাংশ, নবেম্বরে ৫ দশমিক ৯১ শতাংশ এবং ডিসেম্বরে হয়েছে ৫ দশমিক ৮৩ শতাংশ। মূল্যস্ফীতির উর্ধমুখী প্রবণতা প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, ২০১৭ সালে আমরা পরিকল্পিতভাবে এগুতে পারিনি। অকাল বন্যা ও অতিবৃষ্টির কারণে আমাদের পরিকল্পনা বাধাগ্রস্ত হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে নতুন নতুন এলাকা বন্যার কবলে পড়েছে, যা আমাদের প্রস্তুতির বাইরে ছিল। তবে চলতি বছর অর্থনীতির জন্য ভাল যাবে। আশা করছি, আগামী এক মাসের মধ্যেই মূল্যস্ফীতি কমে যাবে।
×